January 26, 2022

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

পলাশবাড়ীতে মোটর সাইকেল দূঘটনায় যুবক নিহত

পলাশবাড়ীতে মোটর সাইকেল দূঘটনায় যুবক নিহত

পলাশবাড়ীতে মোটর সাইকেল দূঘটনায় যুবক নিহত

গাইবান্ধা ঃ গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহরের গোয়ালপাড়া গ্রামের আনারুলের পুত্র মানিক (১৫) মারা যায়, ২ জন গুরুতর আহত হন।
জানা যায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পলাশবাড়ী পৌর শহড়ের ঘোড়াঘাট রোডের ফাতেমা ক্লিনিকের সামনে তিন বন্ধু মোটর সাইকেল যোগে বেড়াইতে গিয়ে ভ্যানের সঙে ধাক্কা খেয়ে মোটর সাইকেল থেকে ছিটকে পাকায় পড়ে গিয়ে ৩জনই গুরুতর আহত হন।
গুরুতর অহতরা হলেন গোয়ালপাড়া গ্রামের মানিক,প্রতিবন্ধী সেবা সংস্থা (প্রসেস) এর পরিচালক শ্রমিক নেতা নুরপুর গ্রামের বাসিন্ধা মোহাম্মদ জাকারিয়া মাসুদ জলিল মন্ডলের বড় ছেলে শাহরিয়ার রহমান শান্ত, ও অজ্ঞান এক বন্ধু।
স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে প্রথমে পলাশবাড়ী হাসপাতালে ভর্তি কারন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রংপুর প্রাইম মেডিকেল হাসপাতালে ভর্তি করান।
চিকিৎসাধীন অবস্থায় পৌর শহরের গোয়ালপাড়া গ্রামের আনারুলের পুত্র মানিক (১৫) মারা যায়। বিষয়টি পলাশবাড়ীর থানা পুলিশ নিশ্চিত করেন।