গাইবান্ধা ঃ গাইবান্ধার পলাশবাড়ীতে গোপনসূত্রে খবর পেয়ে থানা পুলিশ ৫ কেজি শুকনা গাঁজাসহ জাহিদুল ইসলাম জাহিদ (২৮) নামের এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে।
থানা সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলামের নির্দেশনায় উপজেলাকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে থানা অফিসার ইনচার্জ মো. মাসুদুর রহমান মাসুদের তত্ত্বাবধানে থানার এসআই সঞ্জয় কুমার সাহার নেতৃত্বে একটি টিম বুধবার ২৪ মার্চ দুপুরে পৌরশহরের মহেশপুর নামক স্থানে রংপুর-বগুড়া মহাসড়কে চলাচলরত যানবাহন চেকিং করা হয়।এসময় পৌরশহরের মহেশপুর গ্রামের মোসলেম উদ্দিনের বসতবাড়ী সংলগ্ন মহাসড়কে চলাচলরত সেঞ্চুরী স্পেশাল নামক একটি যাত্রীবাহী বাসে চেকিং করা কালে ৫ কেজি শুকনা গাঁজাসহ জাহিদকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জাহিদ রংপুর জেলার হাজিরহাট থানার ছিট কেল্লাবন্দ কুঠিপাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে। এ ব্যাপারে মাদক ব্যবসায়ী জাহিদের বিরুদ্ধে পলাশবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
Real time news update
More Stories
মহেশপুরে ট্রাক্টরের সঙ্গে মটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে প্রবেশের সময় ৩৪৫ জন আটক
ঝিনাইদহে টিসিবির পন্য কিনতে নিম্ন ও মধ্যবিত্তদের দীর্ঘ লাইন