January 18, 2022

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

Exif_JPEG_420

পার্বতীপুরে জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপিত


পার্বতীপুরে জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ শনিবার (১ জানুয়ারী) সকাল ১১টায় এ উপলক্ষে একটি র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংগঠনের স্থানীয় কার্যালয়ে আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জাতীয় পার্টির সাবেক সংগঠানিক সম্পাদক জহুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথীর বক্তব্য দেন কেন্দ্রীয় সদস্য ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি কাজী আব্দুল গফুর। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক আব্দুর রহিম, জাতীয় যুব সংহতির সভাপতি কাজী ফিজার, ছাত্র সমাজের আহবায়ক জীবন কুমার পাল, ১নং বেলাইচন্ডী ইউনিয়ন জাতীয় পার্টির চেয়ারম্যান প্রার্থী মোঃ আসাদুজ্জামান আসাদ, ১০নং হারিরামপুর ইউনিয়ন জাতীয় পার্টির চেয়ারম্যান প্রার্থী মোঃ আরিফুল ইসলাম ও বিভিন্ন ইউনিয়ন কমিটির জাতীয় পার্টির সভাপতি ও সাধারন সম্পাদকগন।