আল মামুন মিলন, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় দেখা দিয়েছে শীতের আমেজ। মৃদু কুয়াশার সাথে হিমেল বাতাসে বইছে শীত। সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত এই শীত বেশী অনুভুত হচ্ছে।
শীত আসার সাথে সাথে শহরের কাপড় মার্কেটের দোকানগুলোতে দেখা গেছে এক শ্রেনীর ক্রেতাদের ভীড়। এদের মধ্যে স্বল্প আয়ের মানুষই বেশী। শিশুদের গরম কাপড় কেনা এসব ক্রেতাদের প্রথম পছন্দ। পাশাপাশি সব বয়সীদের গরম ও মোটা কাপড় খুজছে তারা। মওসুমের গরম কাপড় বিক্রিতে ভাসমান ব্যাবসায়ীদের মাঝে দেখা গেছে উৎফুল্লের আমেজ। পার্বতীপুর পৌর শহরের রেলওয়ে স্টেশনের প্লাটফরমের পাশের মোটা কাপড় বিক্রির বাজার ঘুরে এসব চিত্র লক্ষ্য করা গেছে। অগ্রাহায়নের শুরুতেই হিমেল হাওয়ার সাথে মৃদু কুয়াশা দেখা দেয়া দেয় এ অঞলে। সন্ধ্যার পর পরই মৃদু বাতাসের সাথে প্রকৃতিজুড়ে ঠান্ডার পদধ্বনী। এ সময় শীত নিবারনে গায়ে জড়াতে হচ্ছে মোটা কাপড়। রাত বাড়ার সাথে সাথেই বাড়ছে ঠান্ডার প্রাদুর্ভাব। সকাল ১০টা পর্যন্ত শীতের প্রাদুর্ভাব থাকায় বিলম্বিত হচ্ছে দিনের কায্যক্রম।
Real time news update
More Stories
কিশোরগঞ্জে ব্রিজ উদ্বোধন করলেন চেয়ারম্যান
কিশোরগঞ্জ উপজেলায় সড়ক সম্প্রসারণ ও উন্নয়ন কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ
মধ্যপাড়ার পাথর খনি এলাকাবাসীর জন্য বিনামূল্যে স্বাস্থ্য সেবা নিয়ে পাশে দাড়িয়েছে জিটিসি চ্যারিটি হোম।