January 26, 2022

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

পীরগঞ্জের এক মেধাবী শিক্ষার্থী সাথীর পড়াশুনা অনিশ্চিতের পথে

পীরগঞ্জের এক মেধাবী শিক্ষার্থী সাথীর পড়াশুনা অনিশ্চিতের পথে

পীরগঞ্জের এক মেধাবী শিক্ষার্থী সাথীর পড়াশুনা অনিশ্চিতের পথে

পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি ঃ দারিদ্রতাকে জয় করে সমাজে ভাল ভাবে বেঁচে থাকার স্বপ্ন পুরনে চেষ্টা চালিয়ে যাচ্ছে পীরগঞ্জের পিতৃহীন মেধাবী শিক্ষার্থী সাথী আক্তার। সে চলতি বছরে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ১১শ মার্কের মধ্যে ১০৫৪ নম্বর পেয়ে গোল্ডেন এ প্লাস পেয়েছে।
রংপুরের পীরগঞ্জ উপজেলার পাঁচগাছি ইউনিয়নের কেশবপুর গ্রামের দরিদ্র পরিবার মজনু মিয়া ও মাজেদা বেগমের ৪ সন্তানের মধ্যে কনিষ্ট মেয়ে সাথী আক্তার। সাথীর বয়স যখন ৪ বছর তখন তার বাবা মারা যায়। পিতার ¯েœহ বঞ্চিত সাথী মা এবং ভাই বোনদের ¯েœহেই বড় হচ্ছে। পরিবারের আবাদী জমি বলতে কিছু নেই। রয়েছে মাত্র ৫ শতাংশের বসত ভিটা। একটা টিনের ও একটা বাঁশের বেড়া ঘরেই ওদের বসবাস। বড় বোনের বিয়ে হয়ে গেছে। বড় এক ভাই ঢাকায় গার্মেন্টেস এ চাকুরি করে সামান্য যে বেতন পায় তা দিয়েই চলে তাদের সংসার। অপর বড় ভাই মাইদুল এবারে পীরগঞ্জ কারিগরি কলেজ থেকে এইচ এসসি পরীক্ষা দিয়েছে। সে পড়ার খরচ চালাইতে মাঝে মধ্যে তাকে অন্যের জমিতে মজুরীর কাজ করতে হয়। সাথী লেখা পড়া চালিয়ে যাচ্ছে টিউশনি করে। সে এবছর উপজেলার জাহাঙ্গীরাবাদ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করেছিল। বিদ্যালয় কর্তৃপক্ষ তাকে বিনামুল্যে প্রাইভেটসহ পড়া লেখার সুযোগ করে দিয়েছিল। সাথীর স্বপ্ন সে রংপুর শহরের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজ, কারমাইকেল কলেজ কিংবা অন্য কোন ভাল মানের শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়ন করতে ইচ্ছুক। কিন্তু অর্থের অভাবে সে স্বপ্ন পুরন হবে কি না? এ ব্যাপারে সন্দিহান সাথীসহ তার পরিবার। সাথীকে ভালমানের শিক্ষা প্রতিষ্ঠানে পড়ানোর কোন সমাজসেবী কিংবা বিত্তবানরা সহযোগিতা করতে চান তাহলে সাথীর মোবাইল নং-০১৭৪৪-২১২৪৩৩ এ যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে তার পরিবার।