পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ
সারাদেশের ন্যায় পীরগঞ্জে উন্নয়ন হচ্ছে। চলমান আছে উন্নয়ন কর্মকান্ড। তবে উন্নয়ন কর্মকান্ডের মান নিয়ে রয়েছে নানা কথা, নানা প্রশ্ন! এখানকার রাস্তা, ড্রেন, দালান কোঠা যা নির্মান করা হচ্ছে, তার মান নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ। বিশেষ করে এলজিইডি, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ, ও পৌর সভার নিয়ন্ত্রণে যে উন্নয়ন কাজ চলমান আছে তাতে ব্যাপক অনিয়ম দূর্নীতি করা হচ্ছে মর্মে অভিযোগ উঠেছে। সব চেয়ে বেশি অভিযোগ রয়েছে এলজিইডি বিভাগের অধীনে পরিচালিত কাজের ব্যাপারে। উপজেলা প্রকৌলীর উদাসিনতা, ঠিকাদারের সাথে এস ও সাহেবদের দহরম মহরম থাকায় গ্রামীণ সড়কগুলোর নির্মাণ ও সংষ্কার কাজে ব্যাপক দূর্নীতি হচ্ছে। পীরগঞ্জে চলমান বেশিরভাগ উন্নয়ন কাজ মুল ঠিকাদার করছে না। সাব ঠিকাদাররা কাজগুলো করেন। ফলে কাজ হচ্ছে নিম্নমানের।
সরেজমিন বৃহস্পতিবার পীরগঞ্জ উপজেলার ৪নং কুমেদপুর ইউনিয়নের দীগদুয়ার ভাটার নিকট থেকে দীগদুয়ার সরকারী প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ৮৫০ মিটার সড়কের নির্মান কাজ দেখতে গিয়ে দেখা য়ায়, রাস্তার কাজ চললেও সেখানে প্রকৌশল বিভাগের কোন তদারকি নেই। মিস্ত্রি লেবাররা তাদের খেয়াল খুশিমত কাজ করছে।দেখা যায় কাজ করা হচ্ছে ইট ভাটার রাবিশ ও নিম্নমানের ইটের টুকরো দিয়ে।গ্রামবাসী জানান,কুমেদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক লাবু মিয়া তার ভাইয়ের ভাটার রাবিশ দিয়ে রাস্তাটির নির্মাণ কাজ করছেন। গ্রামবাসী আরো জানান, রাবিশ দিয়ে রাস্তা নির্মানের যে কাজ চলছে, তাতে আপত্তি তোলায় আওয়ামীলীগ নেতা লাবু মিয়া তাদেকে ভয়ভীতি প্রদর্শন করেছেন। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলীর সাথে ০১৭১৩-৭৬৫৫৬৭ নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।এদিকে এলাকাবাসী সড়ক নির্মাণ কাজের অনিয়ম দুর্নীতি বন্ধ করাসহ দুর্নীতির ভূত তাড়াতে, পীরগঞ্জ থেকে নির্বাচিত সাংসদ স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর প্রতি অনুরোধ জানিয়েছেন।
Real time news update
More Stories
ঝিনাইদহে প্রচন্ড গরমে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে ১১৭ হেক্টর ইরি-বোরো ধানের ব্যাপক ক্ষতি!
ঝিনাইদহে নুরে আলম সিদ্দিকীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল
মহেশপুর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা করোনায় আক্রান্ত!