January 24, 2022

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

পীরগঞ্জের দুটি ইউপি নির্বাচনে উৎসব মুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা

পীরগঞ্জের দুটি ইউপি নির্বাচনে উৎসব মুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা

পীরগঞ্জের দুটি ইউপি নির্বাচনে উৎসব মুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা


পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের পীরগঞ্জের দুটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ¦ন্দিতা করার জন্য উৎসব মুখর পরিবেশে ১’শ ২০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন রির্টানিং কর্মকর্তার কাছে। উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সুত্রে জানাগেছে, মনোনয়ন জমাদানের শেষ দিন গতকাল সোমবার উৎসব মুখর পরিবেশে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে রির্টানিং কর্মকর্তার নিকট নিজ নিজ মনোনয়ন পত্র জমা দিয়েছেন প্রার্থীরা। উপজেলার বড়আলমপুর ইউনিয়নে ১০ ও মিঠিপুর ইউনিয়নে ১০ জনসহ ২০জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন জমা প্রদান করেছেন। এ ছাড়াও ওই দুই ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে ২৮জন ও সাধারান সদস্য পদে ৭৩ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহনের জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন। এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা এমদাদুল হক জানান, উপজেলার দুটি ইউনিয়নে আওয়ামীলগ, জাতীয় পার্টি, জাসদ, ইসলামী আন্দোলন ও কমিউনিস্ট পার্টিসহ দলীয় ও স্বতন্ত্র ২০ জন চেয়ারম্যান প্রার্থীসহ মোট ১২০জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দিতা করার জন্য মনোনয়ন পত্র জমা দিয়েছেন। উল্লেখ্য আগামী ৩১শে জানুয়ারী ৬ষ্ঠ ধাপে উপজেলার দুটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।