June 19, 2021

Jagobahe24.com news portal

Real time news update

পীরগঞ্জে ইউনিয়ন ভুমি অফিসের জায়গা দখল

পীরগঞ্জে ইউনিয়ন ভুমি অফিসের জায়গা দখল

পীরগঞ্জে ইউনিয়ন ভুমি অফিসের জায়গা দখল

এস এ মন্ডল/রানা জামান।- রংপুর জেলায় পীরগঞ্জ উপজেলার ১১নং পঁচগাছি ইউনিয়ন ভুমি অফিসের জায়গা দখল হয়ে গেছে। ইউনিয়ন ভুমি কর্মকর্তার উদাসিনতা ও এসি ল্যান্ড সাহেবের নজরদারী না থাকায় এই ভুমি দখলের ঘটনা ঘটেছে বলে এলাকার মানুষ আঙ্গুল তুলেছে। জানা গেছে পাঁচগাছী ইউনিয়নের পানেয়া মৌজায় অবস্থিত ইউনিয়ন ভুমি অফিসটির মোট জমির পরিমান ৪৮ শতাংশ। এর মধ্যে মাত্র ১৭ শতাংশ জমি এখন অফিসের দখলে রয়েছে। বাকী জমির মধ্যে উত্তরাশেং ১৩ শতক এবং দক্ষিণাংশে ১৮ শতক জমি জবর দখল করা হয়েছে। সরে জমিন গিয়ে দেখা গেছে,দক্ষিণাশেং ১৮ শতক জমিতে দখলকারী আনারুল ইসলাম(৩০) পিতা মৃত মনছুর আলী রিতিমত ঘরদুয়ার তুলে দীর্ঘ সময় ধরে বসবাস করে আসছে। উত্তরাশেং জমিতে এক ব্যক্তি দখল খড়ের গাঁদা,গোরু বাঁধার খলান বানিয়ে নিয়েছে। জানা গেছে তহশীলদারের আসকারা ও সীমানা প্রাচীর না থাকার কারনে ওই দুই ব্যক্তি সরকারী জমি দখল করার সুযোগ পেয়েছে ।