October 24, 2021

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

পীরগঞ্জে এতিম ও কোরআনের হাফেজেদের শীতবস্ত্র উপহার দিলেন বাবলু

পীরগঞ্জে এতিম ও কোরআনের হাফেজেদের শীতবস্ত্র উপহার দিলেন বাবলু

পীরগঞ্জে এতিম ও কোরআনের হাফেজেদের শীতবস্ত্র উপহার দিলেন বাবলু

(পীরগঞ্জ থেকে সরকার বেলায়েত) ঃ এতিম ও কোরআনের হাফেজের পাশে শীতবস্ত্র (লেপ) নিয়ে দাড়ালেন বাবলু। আবু আজাদ বাবলু পীরগঞ্জ উপজেলার বাশিস শাখার দু-মেয়াদের সাধারণ সম্পাদক ও কুমেদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বাবলু তার নিজস্ব অর্থায়নে অব্যাহত শীতবস্ত্র বিতরণের অংশ হিসেবে আজ শনিবার ৯ই জানুয়ারী পীরগঞ্জ ইউনিয়নের কেশবপুর নুরানি হাফিজিয়া মাদ্রাসা, পরশুরামপুর হাফিজিয়া মাদ্রাসা ও রায়পুর ইউনিয়নের বালুয়াহাট নুরানি হাফিজিয়া মাদ্রাসা এতিম খানা ও লিল্লাহ্ বোডিং-এর শিক্ষার্থীদের শীত নিবরণের জন্য লেপ উপহার দিলেন। বিতরণের সময় প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সদস্যগণ ছাড়াও উপস্থিত ছিলেন গোবর্ন্ধানপুর নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম সাগর সহ অন্যান্যরা।