(পীরগঞ্জ থেকে সরকার বেলায়েত) ঃ এতিম ও কোরআনের হাফেজের পাশে শীতবস্ত্র (লেপ) নিয়ে দাড়ালেন বাবলু। আবু আজাদ বাবলু পীরগঞ্জ উপজেলার বাশিস শাখার দু-মেয়াদের সাধারণ সম্পাদক ও কুমেদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বাবলু তার নিজস্ব অর্থায়নে অব্যাহত শীতবস্ত্র বিতরণের অংশ হিসেবে আজ শনিবার ৯ই জানুয়ারী পীরগঞ্জ ইউনিয়নের কেশবপুর নুরানি হাফিজিয়া মাদ্রাসা, পরশুরামপুর হাফিজিয়া মাদ্রাসা ও রায়পুর ইউনিয়নের বালুয়াহাট নুরানি হাফিজিয়া মাদ্রাসা এতিম খানা ও লিল্লাহ্ বোডিং-এর শিক্ষার্থীদের শীত নিবরণের জন্য লেপ উপহার দিলেন। বিতরণের সময় প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সদস্যগণ ছাড়াও উপস্থিত ছিলেন গোবর্ন্ধানপুর নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম সাগর সহ অন্যান্যরা।
Real time news update
More Stories
মহেশপুরে ট্রাক্টরের সঙ্গে মটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে প্রবেশের সময় ৩৪৫ জন আটক
ঝিনাইদহে টিসিবির পন্য কিনতে নিম্ন ও মধ্যবিত্তদের দীর্ঘ লাইন