September 22, 2021

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

২৪ ঘণ্টায় বিশ্বে কমেছে সংক্রমণ-মৃত্যু

২৪ ঘণ্টায় বিশ্বে কমেছে সংক্রমণ-মৃত্যু

পীরগঞ্জে গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ১, আক্রান্ত ১৪

মোট মৃত্যু ১৭, মোট আক্রান্ত ৬৪১, নতুন সুস্থ্য ৭জন সহ ৪৫১ জন, চিকিৎসাধীন ১৭৩ জন


পীরগঞ্জ(রংপুর)ঃ রংপুরের পীরগঞ্জে ২৪ ঘন্টায় করোনায় ১জনের মৃত্যু ১৪ জনের শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পীরগঞ্জ উপ‌জেলার চকক‌রিম গ্রামের বা‌সিন্দা খায়রুল ইসলাম (২৮) ক‌রোনায় আক্রান্ত হয়ে ২৯ জুলাই বিকেল ৩ টায় রংপুর ক‌রোনা ডে‌ডি‌কেট হাসপাতালে মৃত্যু বরন করে‌ছে। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজেউন।
নতুন করে আরো ১৪ জন শনাক্ত হয়েছেন এ নিয়ে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৬৪১ জন। এদের মধ্যে নতুন ৭ জন করোনা জয়ীসহ ৪৫১ জন করোনা জয় করে সুস্থ্য আছেন। করোনায় মোট মৃত্যু হয়েছে ১৭ জনের। এছাড়াও বর্তমানে ১৭৩ জন চিকিৎসাধীন আছে। বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রুহুল আমিন বুলেট। বৃহস্পতিবার ১৪ জনের করোনা সনাক্ত হয়েছে।পীরগঞ্জ মৌজার ৩০ বছরের একজন পুরুষ। খেজমতপুরের ৬৩ বছরের একজন পুরুষ। এনায়েতপুরের ৩৮ বছরের একজন পুরুষ। ধনশালার ১৭ বছরের একজন পুরুষ। উল্লাগাড়ির ৬০ বছরের একজন পুরুষ।সাতগড়ার ৩২ বছরের একজন পুরুষ। প্রজাপাড়ার ৪২ বছরের একজন পুরুষ। বড় রাজারামপুরের ৭০ বছরের একজন পুরুষ।ওসমানপুরের ২৯ বছরের একজন পুরুষ।কেশরগাড়ির ৫০ বছরের একজন মহিলা। জলাইডাঙ্গার ৫০বছরের একজন মহিলা।মাদারগঞ্জের ৪০ বছরের একজন মহিলা।খালাশপীরের ২৫ বছরের একজন মহিলা।ঠাকুরদাস লক্ষীপুরের ৩২ বছরের একজন পুরুষ।
সুস্থ্যরা হলেন চায়না কন্সট্রাকশন কোম্পানীতে কর্মরত দেশী ৬ জন এবং পীরগঞ্জ মৌজার ৪৫ বচর বয়সী মর্জিনা বেগম।
বর্তমানে চিকিৎসাধীন ১৭৩ জন এর মধ্যে হোম আইসোলেসনে ১৭০ জন এবং ৩ জন হাসপাতাল আইসোলেশনে আছেন।