October 25, 2021

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

২৪ ঘণ্টায় বিশ্বে কমেছে সংক্রমণ-মৃত্যু

২৪ ঘণ্টায় বিশ্বে কমেছে সংক্রমণ-মৃত্যু

পীরগঞ্জে গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ১, আক্রান্ত ২৫

মোট মৃত্যু ১৮, মোট আক্রান্ত ৬৬৬, নতুন সুস্থ্য ১২জন সহ ৪৬৩ জন, চিকিৎসাধীন ১৮৫ জন

পীরগঞ্জ(রংপুর)ঃ রংপুরের পীরগঞ্জে ২৪ ঘন্টায় করোনায় ১জনের মৃত্যু, ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনিবার পীরগঞ্জ উপ‌জেলার রায়পুর ইউনিয়নের কাঞ্চগাড়ী গ্রামের বা‌সিন্দা আনোয়ার ইসলাম (৫৯) ক‌রোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরন করে‌ছে। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজেউন।
নতুন করে আরো ২৫ জন শনাক্ত হয়েছেন এ নিয়ে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৬৬৬ জন। এদের মধ্যে নতুন সুস্থ্য ১২ জন সহ ৪৬৩ জন করোনা জয় করে সুস্থ্য আছেন। করোনা শুরু থেকে পীরগঞ্জে মৃত্যু হয়েছে ১৮ জনের। এছাড়াও বর্তমানে চিকিৎসাধীন আছে ১৮৫ জন। শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রুহুল আমিন বুলেট। শনিবার ২৫ জনের করোনা সনাক্ত হয়েছে। নতুন করোনাক্রান্তরা হলেন- পীরগঞ্জ মৌজার ২৭ বছর বয়সী দেলোয়ার,৬৭ বছর বয়সী মোক্তাদুর রহমান, ১৯ বছর বয়সী আজমীর হোসেন আবির, ২৬ বছর বয়সী ফরহাদ,২৬ বছর বয়সী মাহাবুর।
প্রজাপাড়ার ৩০ বছর বয়সী রুনা বেগম, ৮৬ বছর বয়সী মোসলেমা।
পীরগঞ্জ সদর ইউনিয়নের লালদীঘি ফতেপুরের ৩৫ বছর বয়সিরিওশন আরা।
চতরা ইউনিয়নের ধর্মদাশপুর গ্রামের ২৬ বছর বয়সী শরিফুল, ৬৫ বছর বয়সী সুনিতা রায়, ৩৫ বছর বয়সীজামিলা বেগম, কাঁটাদুয়ারের ৩৬ বছর বয়সী সৈয়দ আব্দুল্লাহ আল মামুনও ৩৭ বছর বয়সী সৈয়দ মাহামুদুল হাসান খাদেম, ইকলিমপুর গ্রামের ৩৬ বছর বয়সী লিটন কুমার রায়, মায়াগাড়ীর ১৮ বছর বয়সী রুনা।
বড়দরগাঁ ইউনিয়নের ঢোড়াকান্দর গ্রামের ৬০ বছর বয়সী কাইয়ুম।
টুকুরিয়া ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের ৩০ বছর বয়সী মারুফ, গন্ধবপুর গ্রামের ৬০ বছর বয়সী আব্দুল ওহাব, আটিয়াবাড়ী গ্রামের ২১ বছর বয়সী মেহেদী হাসান, হরিনা গ্রামের৭২ বছর বয়সী সুফিয়া,
রামনাথপুর ইউনিয়নের বড়মজিদপুর গ্রামের ৩৯ বছর বয়সী শরিফুল, বড় ঘোলা গ্রামের ৯০ বছর বয়সী আব্দুল লতিফ।
শানেরহাট ইউনিয়নের হরিরাম সাহাপুর গ্রামের ৫০ বছর বযসী খাজা খন্দকার।
মিঠিপুর ইউনিয়নের ৫২ বছর বয়সী আমেনা বেগম।

করোনা জয়ীরা হলেন-
পীরগঞ্জ পৌরসভার জমতলার ৩৩ বছর বয়সী আমিনুল ইসলাম, ওসমানপুরের ৪৮ বছর বয়সী রেণু বেগম, প্রজাপাড়ার ৭০ বছর বয়সী সালেহা বেগম।
পীরগঞ্জ ইউনিয়নের চক করিম গ্রামের ৩৫ বছর বয়সী নুরে আলম,কিশোরগাড়ী গ্রামের ৬৫ বছর বয়সী খায়ের।
বড় আলমপুরের ৭৫ বছর বয়সী আকবর আলী।
একবার পুরের ১৯ বছর বয়সী ভক্তি বর্মন।
রামনাথপুর ইউনিয়নের ঘোলা গ্রামের ৬৫ বছর বয়সী আইয়ুব আলী।
চতরা ইউনিয়নের সোনাতলার ৬০ বছর বয়সী হাসিনা বেগম।
মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামের ৫০ বছর বয়সী খোকা মিয়া।
পাঁচগাছী ইউনিয়নের জাহাঙ্গীরাবাদ গ্রামের ৭৫ বছর রয়সী মোসলেম উদ্দিন, আমোদপুরের ৪৩ বছর বয়সী সাজেদা বেগম।

বর্তমানে চিকিৎসাধীন ১৮৫ জন এর মধ্যে হোম আইসোলেসনে ১৭৯ জন এবং ৬ জন হাসপাতাল আইসোলেশনে আছেন।