December 5, 2021

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

পীরগঞ্জে ড. এমএ ওয়াজেদ মিয়ার ৭৯তম জন্মবার্ষিকী পালন

পীরগঞ্জে ড. এমএ ওয়াজেদ মিয়ার ৭৯তম জন্মবার্ষিকী পালন

পীরগঞ্জে ড. এমএ ওয়াজেদ মিয়ার ৭৯তম জন্মবার্ষিকী পালন

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: বিশিষ্ট পরমানু বিজ্ঞানী প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ড. এমএ ওয়াজেদ মিয়ার ৭৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে পীরগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচী পালিত হয়েছে। মঙ্গলবার সকালে পীরগঞ্জ ফতেপুরে ড. এমএ ওয়াজেদ মিয়ার সমাধিতে পুস্পার্ঘ্য অর্পণ করেন, উপজেলা পরিষদ, পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ড. এমএ ওয়াজেদ স্মৃতি সংসদ, রংপুর কারমাইকেল কলেজ, রংপুর ও পীরগঞ্জ উপজেলা ছাত্রলীগসহ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা। এছাড়াও ড. এমএ ওয়াজেদ মিয়ার পরিবারের পক্ষ থেকে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড: আজিজুর রহমান রাঙ্গা, পীরগঞ্জ পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাজিমুল ইসলাম শামিম, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ছায়াদত হোসেন বকুল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন প্রমুখ। এ সময় কবর জিয়ারতসহ ড. এমএ ওয়াজেদ মিয়া’র আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।