January 21, 2022

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

পীরগঞ্জে নতুন করে করোনা আক্রান্ত ১, চিকিৎসাধীন ৫ জন

পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ
পীরগঞ্জে নতুন করে ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্ত হলেন মিঠিপুর ইউনিয়নের উত্তর একবারপুর গ্রামের ৬৫ বছর রয়সী একজন পুরুষ। তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি ছিলেন এবং সেখানে নমুনা দিয়ে করোনা পজেটিভ হন। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৭২ জনে। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫৮ জন ও মৃত্যু হয়েছে ০৯ জনের।
এ পর্যন্ত ৮৩২ জনের নমুনা সংগ্রহ করে ৮৩১ জনের ফলাফল পাওয়া গেছে বলে বিষয়টি নিশ্চিত করেন পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ রুহুল আমিন বুলেট। তিনি আরও জানান নতুন সনাক্ত সহ ৫জন করোনা রুগির মধ্যে ০৪ জন হোম আইসোলেশনে ও ১ জন হাসপাতাল আইসোলেশনে আছেন।
পাশাপাশি তিনি করোনার প্রাদুর্ভাব পুনরায় সারাদেশের মত পীরগঞ্জেও দ্রুত ছড়িয়ে পড়ায় পীরগঞ্জকে করোনাভাইরাস মুক্ত হতে সহায়তা করার আহ্বান জানিয়ে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং রেজিস্টেশনকৃত ব্যক্তিরা যত দ্রুত সম্ভব ভ্যাক্সিন গ্রহন করার আহ্বান জানান।
আল্লাহ আমাদের হেফাজত করুন।