মোস্তফা মিয়া- ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ জমি সংক্রান্ত বিরোধের জের ধরে রংপুরের পীরগঞ্জে প্রতিপক্ষের হামলায় স্বামী স্ত্রী আহত হয়েছে । এ ঘটনা ঘটে সোমবার সকালে উপজেলার বাবনপুর গ্রামে। অভিযোগে জানা গেছে- উপজেলার বাবনপুর গ্রামের রফিকুল ইসলামের সঙ্গে জমি নিয়ে একই গ্রামের মশফিকুর রহমান সহ ক’জনের বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে সোমবার সকালে মশফিকুর রহমানের লোকজন লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে আকস্কিক ভাবে রফিকুলের বাড়ীতে যেয়ে পরিবারের লোকজনের উপর হামলা করে। হামলায় প্রতিপক্ষের অস্ত্রাঘাতে রফিকুল ইসলাম(৫৩) ও তার স্ত্রী সফিয়া বেগম(৪৫) ও পুত্র শাফিউল(২০) গুরুতর আহত হয়। আহতদের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে রফিকুল ইসলামের পুত্র শাফিউল ইসলাম বাদী হয়ে ৪ জনকে অভিযুক্ত করে পীরগঞ্জ থানায় মামলা করেছে।
Real time news update
More Stories
মহেশপুরে ট্রাক্টরের সঙ্গে মটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে প্রবেশের সময় ৩৪৫ জন আটক
ঝিনাইদহে টিসিবির পন্য কিনতে নিম্ন ও মধ্যবিত্তদের দীর্ঘ লাইন