পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি॥ বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বড় জা, রংপুর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি প্রয়াত আব্দুল ওয়াহেদ কানু মিয়ার সহধর্মিনী বর্তমান পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি রওশন আরা ওয়াহেদ রানী সোমবার ভোরে বাধ্যক্যজনিত কারনে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি — রাজিউন) । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।
শিক্ষানুরাগী রওশন আরা ওয়াহেদ রানী কর্মজীবন বাজিতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে প্রধান শিক্ষক হিসেবে অবসর গ্রহন করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বঙ্গবন্ধু মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, জামতলা দাখিল মাদ্রাসা ও ভেন্ডবাড়ী ডিগ্রি কলেজের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ২ মেয়ে নাতি নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। সোমবার দুপুর ৩ঃ২০ প্রথম নামাজের জানাজা পীরগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় এবং বাদ আসর উপজেলার লালদীঘির ফতেপুর মিয়া বাড়িতে জয় সদন মাঠে নামাজে জানাজা শেষে তাঁর প্রায়ত স্বামী বিশিষ্ট রাজনীতিক আব্দুল ওয়াহেদ কানু মিয়ার কবরের পাশে সমাহিত করা হয়।
সোমবার বিকালে পীরগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমার নামাজে জানাজায়- দিনাজপুর-৬ আসনের এমপি শিবলী সাদিক, রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান, রংপুর জেলা আওয়ামীলীগের সভাপতি মমতাজ উদ্দীন আহমদ, পীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল, মিঠাপুকুরের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন, পীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল, সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সাহরিয়ার খান বিপ্লব, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. আজিজুর রহমার রাঙ্গা, সাধারন সম্পাদক ও পৌর মেয়র এ এস এম তাজিমুল ইসলাম শামীমসহ জেলা, উপজেলার আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সর্বস্তরের সুধী, ব্যবসায়ী, সাংবাদিক এবং বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও সকল পর্যায়ের আত্মীয় স্বজনরা উপস্থিত ছিলেন

রওশন আরা ওয়াহেদের মৃত্যুতে মরহুমার ছোট জা বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রংপুর-৬ পীরগঞ্জ আসনের সংসদ সদস্য জাতীয় সংসদের স্পীকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী, রংপুরের জেলা প্রশাসক, জেলা আওয়ামীলীগের সভাপতি, পীরগঞ্জ উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামীলীগসহ অঙ্গ সংগঠন,সহযোগি সংগঠন, পীরগঞ্জ উপজেলা জাতীয় পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি পীরগঞ্জ উপজেলা শাখা,পীরগঞ্জ খেকে প্রকাশিত সাপ্তাহিক বজ্রকথা, সাপ্তাহিক সমকালীন বার্তা, অন লাইন নিউজ পোর্টাল জাগো বহে ২৪.কম, পীরগঞ্জ প্রেসক্লাব, পীরগঞ্জ পৌরসভা শোক প্রকাশ করেছেন।
More Stories
কালীগঞ্জে প্রভাবশালী কর্তৃক রাস্তার সরকারি গাছ কেটে সাবাড়
জমিজমা বিরোধের জের; শৈলকুপায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি!
কালীগঞ্জে গাছ থেকে পড়ে কৃষক নিহত