April 11, 2021

Jagobahe24.com news portal

Real time news update

পীরগঞ্জে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

পীরগঞ্জে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

পীরগঞ্জে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

পীরগঞ্জ ( রংপুর): রংপুরের পীরগঞ্জ উপজেলার শাল্টি শমস দিঘী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার শেষ বিকেলে শাল্টি শমস দিঘী উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ওই ফাইনাল খেলার আনুষ্ঠানিক উদ্বোধণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর জেলার শ্রেষ্ঠ করদাতা, বিশিষ্ঠ ঠিকাদার ও পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক তথ্য- গবেষণা সম্পাদক-জাহিদুল ইসলাম রুবেল । শাল্টি তরুণ সংঘের পক্ষে চৈত্রকোল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান শাহ এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন। গত বছরের শেষ নভেম্বরে টুর্নামেন্টের শুরু হয় । দেশের বিভিন্ন এলাকার ৮ ফুটবলর টিম টুর্নামেন্টে অংশ গ্রহন করেন। গত বৃহস্পতিবার ২ ফাইনালিষ্টটিম গোবিন্দগঞ্জ খেলোয়াড় কল্যান টিম বনাম ঝাড়আমবাড়ী কিংস ক্লাব টিমের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় । দীর্ঘদিন পর বর্নিত মাঠে ফুটবলের ফাইনাল খেলা উপভোগ করতে আসা হাজারও জনতাকে চমকপ্রদ খেলা উপহার দেয় উভয় দলের খেলোয়াড়রা । ফাইনালে ২-১ গোলে গোবিন্দগঞ্জ খেলোয়াড় কল্যানফুটবল টিমকে পরাজতি করে ঝাড়আমবাড়ী কিংস ক্লাব ফুটবল টিম চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। শেষে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।