January 16, 2022

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

পীরগঞ্জে বিদ্যালয় খোলার প্রস্তুতি চলছে শ্রেণীকক্ষ পরিস্কার-পরিচ্ছন্নতার কাজ

পীরগঞ্জে বিদ্যালয় খোলার প্রস্তুতি চলছে শ্রেণীকক্ষ পরিস্কার-পরিচ্ছন্নতার কাজ

পীরগঞ্জে বিদ্যালয় খোলার প্রস্তুতি চলছে শ্রেণীকক্ষ পরিস্কার-পরিচ্ছন্নতার কাজ

প্রতিনিধি পীরগঞ্জ (রংপুর) ঃ মহামারি করোনায় প্রায় দেড় বছর বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠান খোলার সরকারি সিদ্ধান্তে প্রস্তুত পীরগঞ্জের সকল শিক্ষা প্রতিষ্ঠান। চলছে শেষ মুহুর্তের পরিস্কার-পরিচ্ছন্নতার কাজ। শিক্ষকরা জানান, সকল প্রস্তুতির মধ্যে শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি নিশ্চিতের ব্যাপারে বেশি গুরত্ব দেয়া হচ্ছে। সেই সঙ্গে প্রতিষ্ঠানের শ্রেনীকক্ষে বেঞ্চ, চেয়ার-টেবিল থেকে শুরু করে মাঠ পর্যন্ত ঝকঝকে-তকতকে করার জোড় প্রস্তুতি চলছে। দীর্ঘদিন পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার খবরে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা সরকারি এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। শিক্ষার্থীরা মুখিয়ে আছেন শিক্ষাপ্রতিষ্ঠান খোলার অপেক্ষায়। উপজেলার প্রাচীনতম শিক্ষাপ্রতিষ্ঠান রায়পুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খায়রুল ইসলাম বলেন, আমার প্রায় ২১ বছর শিক্ষকতা জীবনে এতো দীর্ঘতম ছুটি দেখিনি। বিদ্যালয় বন্ধ থাকাকালিন সময় শিক্ষার্থীদের সাথে দেখা না হলেও নিয়মিত মুঠোফোনে যোগাযোগ রক্ষা করেছি। শানেরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলী পাল বলেন, স্কুল বন্ধ থাকায় খারাপ লেগেছে। স্কুল খোলার অপেক্ষায় ছিলাম। স্কুল খোলার ঘোষণায় শিক্ষার পরিবেশ ফেরাতে সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। উপজেলার মাদারগঞ্জ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল ইসলাম জানান, শিক্ষার্থী ও অভিভাবকরা কলেজে এসে খোঁজ নিয়ে যাচ্ছেন। একাধিক শিক্ষার্থী জানান,আবারও প্রিয় শিক্ষা প্রঙ্গণ মুখরিত হয়ে উঠবে। রায়পুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী শিলা আক্তারে পিতা বাবলু মিয়া বলেন, স্কুল বন্ধ থাকায় সন্তানকে নিয়ে বড় চিন্তায় ছিলাম। মেয়ে লেখাপড়ায় অনেকটা পিছিয়ে পড়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক ও চন্ডিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু আযাদ বাবলু বলেন, আমাদেও উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি শেষ পর্যায়ে। শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্য উপকরণ প্রস্তুত রাখতে প্রতিষ্ঠান প্রধানদের পরামর্শ দেয়া হয়েছে, সরকারের দেয়া স্বাস্থ্যবিধি মেনে তারা শিক্ষা প্রদান করে।