December 8, 2021

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

পীরগঞ্জে বিদ্যুতের খুঁটি থেকে যুবক উদ্ধার

পীরগঞ্জে বিদ্যুতের খুঁটি থেকে যুবক উদ্ধার

পীরগঞ্জে বিদ্যুতের খুঁটি থেকে যুবক উদ্ধার

পীরগঞ্জ রংপুর প্রতিনিধি ঃ
পীরগঞ্জ উপজেলার কুমেদপুর ইউনিয়নের শিতলপুর গ্রামে বিদ্যুতের খুঁটি থেকে জনি মিয়া
নামে এক যুবককে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় পীরগঞ্জ ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার রতন চন্দ্র শর্মা জনিকে উদ্ধার করেন।
এলাকাবাসী জানান, বেশ কয়েক দিন আগেও শীতলপুর গ্রামের আবুল মুন্সির ছেলে জনি মিয়া বিদ্যুৎতের ওই খুঁটি দিয়ে উঠে নিজের সুপারির গাছ থেকে সুপারি পাড়েন।বৃহস্পতিবার বিদ্যুৎ না থাকায় ওই সুযোগে জনি বিদ্যুতের খুঁটির উপরে উঠে সুপারি পাড়তে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্টে হয়ে খুঁটিতে ঝুলে থাকেন। এ ব্যাপারে আবুল মুন্সি বলেন, কয়েকদিন আগে জনি ওই খুঁটির মাঝখান পর্যন্ত উঠে বাঁশের লাঠি দিয়ে সুপারি পাড়ে। কিন্তু আজ (গতকাল বৃহস্পতিবার) বিদ্যুৎ ছিল না শুনে বিদ্যুতের খুঁটিটির অনেক উপরে উঠলে সাথে সাথেই বিদ্যুৎ চলে আসলে জনি ওখানেই বিদ্যুৎস্পৃষ্টে মারা যায়। জনির নববিবাহিতা স্ত্রী চামেলী বেগম জানায়, প্রায় ১ বছর আগে আমার বিয়ে হয়েছে। আমি তাকে (জনি) বিদ্যুৎতের খুঁটিতে উঠতে নিষেধ করলেও তিনি শোনেননি।
থানার ওসি সরেস চন্দ্র বলেন, খবর পেয়ে আমরা ওই যুবককে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।