January 21, 2022

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

পীরগঞ্জে সড়কগুলোতে শিশু চালকের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় দূর্ঘটনায় ঘটেই চলছে

পীরগঞ্জে সড়কগুলোতে শিশু চালকের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় দূর্ঘটনায় ঘটেই চলছে

পীরগঞ্জে সড়কগুলোতে শিশু চালকের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় দূর্ঘটনায় ঘটেই চলছে


আব্দুল করিম সরকার পীরগঞ্জ, রংপুর থেকেপ্সপ্স রংপুরের পীরগঞ্জে বিভিন্ন সড়কে চলছে সহ¯্রাধিক অনুমোদনবিহীন সিএনজি, অটোরিকশা ও চার্জার ভ্যান। প্রতিদিন বেড়েই চলছে চার্জার ভ্যানের সংখ্যা, বৃদ্ধি পাচ্ছে মালিক। সেই তুলনায় বাড়ছে না পরিপক্ব চালকের সংখ্যা। উপজেলার সর্বত্রই এখন ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে অপরিপক্ব চালক। এসব চালকের অধিকাংশই শিশু-কিশোর ও লাইসেন্সবিহীন। ফলে দিনের পর দিন বাড়ছে সড়ক দুর্ঘটনা ও যানজট। চোখের পলকে ঝরে যাচ্ছে অনেক মূল্যবান জীবন। পীরগঞ্জে ১৫টি ইউনিয়ন ও পৌরসভা, ওই সব জায়গাগুলোতে সহ¯্রাধিক সিএনজি, অটোরিকশা ও চার্জার ভ্যান, বাসষ্ট্যান্ড, বাজার মোড়, থানা মোড়, গুলশান মোড়, সরকারি শাহ্ আব্দুর রউফ কলেজ মোড়, পাশ্ববর্তী উপজেলা মিঠাপুকুরে নিয়মিত যাতায়াত করছে অটোরিকশাগুলো। এছাড়া মহাসড়ক দিয়ে বিভিন্ন জেলায় উপজেলায় যাচ্ছে এখানকার সিএনজিগুলো। ৮০ ভাগ সিএনজির নেই রেজিষ্ট্রেশন। ৯৫ ভাগ চালক শিশু ও কিশোর পীরগঞ্জ সড়কে শিশু চালকের সংখ্যা সবচেয়ে বেশি এরা শুধু চাকা ঘুরাতে জানে, বুঝে কোন সিগন্যাল ও গাড়ি চালানোর নিয়ম কানুন। শুধু তিন জন যাত্রীর জন্য তৈরি করা সিএসজিতে বসছে পাঁচজন। অনেক সময় ছয়জন যাত্রীও বহন করছে। সামনের সিটে শুধু চালক বসার বিধান থাকলেও বসছে তিনজন। ফলে প্রায়ই দেখা যায় যাত্রীর কোলে বসে আছে চালক। স্বাচ্ছন্দ্যে চালাতে পারছে না গাড়ি। তাই আশঙ্কাজনকহারে বৃদ্ধি পাচ্ছে সড়ক দুর্ঘটনা। আর এদের অধিকাংশই সিএনজি। এদিকে বিভিন্ন শ্রমিক সংগঠনের নামে পৌরসভাসহ বিভিন্ন মোড়ে এইসব যানবাহন আটকিয়ে অতিরিক্ত চাঁদা নেওয়ার অভিযোগ রয়েছে। এ বিষয়ে উপজেলা আইনশৃঙ্খলা সভায় বহুবার আলোচনা হলেও কার্যকর কোন ব্যবস্থা নেয়া হয়নি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রানী জানান, খুব শীর্ঘই ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হবে।