July 24, 2021

Jagobahe24.com news portal

Real time news update

পীরগঞ্জে করোনায় ২৪ ঘন্টায় নতুন শনাক্ত ৮ জন, মোট শনাক্ত ২৪৮

পীরগঞ্জে করোনায় ২৪ ঘন্টায় নতুন শনাক্ত ৮ জন, মোট শনাক্ত ২৪৮

পীরগঞ্জে ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ০৩, সুস্থ ৩

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের পীরগঞ্জে গত বৃহস্পতিবার পর্যন্ত নতুন ৩জন করোনায় আক্রান্ত এবং ৩ জন সুস্থ হয়েছে। উপজেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৮৭ জন। এদের মধ্যে নতুন ৩ জন সুস্থ্যসহ ‍১৬৬ জন এবং মৃত্যুবরণ করেছেন ০৯ জন, চিকিৎসাধীন ১২জন। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রুহুল আমিন বুলেট। তিনি জানান নতুন করে ০৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন আক্রান্ত হলেন- চায়না কন্সট্রাকশন কোম্পানির দুইজন চাইনিজ এবং একজন সিরাজগঞ্জ থেকে আগত ব্যক্তি।উক্ত তিনজন ই হোম আইসোলেসনে আছেন।
সুস্থ্যরা হলেন পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নের রাজারামপুর গ্রামের আব্দুর রশিদ নামের ৪০ বছর বয়সী একজন পুরুষ।
এবং চায়না কন্সট্রাকশন কোম্পানির লি তুয়ান জি এবং মি.তিয়েন উই নামের দুইজন চাইনিজ ব্যক্তি।
বর্তমানে চিকিৎসাধীন ১২ জন তারমধ্যে হোম আইসোলেসনে ১০ জন এবং হাসপাতালে আইসোলেশনে ২জন আছে। উল্লেখ্য চলতি সময়ে ৮৬৩জনের করোনা নমুনা সংগ্রহ করে পিসি আর ল্যাবে পাঠালে অদ্যবদি ৮৫৯ জনের ফলাফল জানা গেছে।