May 14, 2021

Jagobahe24.com news portal

Real time news update

দেশে করোনায় একদিনে আক্রান্ত ও মৃত্যু কমেছে

দেশে করোনায় একদিনে আক্রান্ত ও মৃত্যু কমেছে

পীরগঞ্জে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ১

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের পীরগঞ্জে ২৪ ঘন্টায় করোনায় নতুন একজন করোনা আক্রান্ত হয়েছে এবং সুস্থ হয়েছেন ১ জন। উপজেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৯৪জন। এদের মধ্যে করোনা জয়ী নতুন একজনসহ ১৭০ জন এবং মৃত্যুবরণ করেছেন ১০ জন এবং চিকিৎসাধীন ১৪ জন। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রুহুল আমিন বুলেট। তিনি জানান নতুন করে একজন করোনায় আক্রান্ত হয়েছেন আক্রান্ত হলেন পীরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির একজন কর্মচারী। করোনা জয়ী হলেন চায়না কনস্ট্রাকশন কোম্পানির ৩৫ বয়সী একজন কর্মচারী।
বর্তমানে চিকিৎসাধীন ১৪ জনের মধ্যে হোম আইসোলেসনে ১৩ জন এবং হাসপাতাল আইসোলেশনে একজন আছে। উল্লেখ্য চলতি সময়ে ৮৮১ জনের করোনা নমুনা সংগ্রহ করে পিসি আর ল্যাবে পাঠালে অদ্যবদি ৮৭৭ জনের ফলাফল জানা গেছে।