July 29, 2021

Jagobahe24.com news portal

Real time news update

পীরগ‌ঞ্জের চৈত্র‌কোল ইউ‌নিয়‌নে বঙ্গবন্ধুর জন্মশত বা‌র্ষিকী পালন

পীরগ‌ঞ্জের চৈত্র‌কোল ইউ‌নিয়‌নে বঙ্গবন্ধুর জন্মশত বা‌র্ষিকী পালন

পীরগ‌ঞ্জের চৈত্র‌কোল ইউ‌নিয়‌নে বঙ্গবন্ধুর জন্মশত বা‌র্ষিকী পালন

পীরগঞ্জ (রংপুর) প্র‌তি‌নি‌ধিঃ রংপু‌রের পীরগঞ্জ উপ‌জেলার চৈত্র‌কোল ইউ‌নিয়নে জা‌তির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের জন্মশত বা‌র্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হ‌য়েছে।বুধবার সন্ধ্যায় চৈত্র‌কোল ইউ‌নিয়‌ন আ’লী‌গের আ‌য়োজ‌নে স্থানীয় ক‌লোনী বাজার দলীয় কার্যাল‌য়ে কেক কাটা ও আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত হয়। উক্ত আ‌লোচনা সভায় আ’লীগ নেতা মাহবুবর রহমান মাস্টা‌রের সভাপ‌তিত্বে ও সাধারন সম্পাদক আ‌রিফুজ্জামান শাহ্ আ‌রি‌ফের সঞ্চালনায় বক্তব্য রা‌খেন-  ইউ‌নিয়ন স্বেচ্ছা‌সেবকলী‌গের সভাপ‌তি ইসমাঈল হো‌সেন, কৃষকলীগ নেতা নজরুল ইসলাম, ইউ‌নিয়ন আ’লীগ নেতা এমদাদুল হক, প্রভাষক রোকনুজ্জামান তালুকদার,  আ‌লোচনা সভা শে‌ষে বঙ্গবন্ধুর ও তাঁর প‌রিবা‌রের শহাদৎ বরনকারী সকল স‌দ‌স্যের আত্মার মাগ‌ফেরাত কামনা ক‌রে বি‌ষেশ দোয়া করা হয়।এ সময় ওয়ার্ড আ’লী‌গের সভাপ‌তি/সম্পাদক, সহ‌যোগী সংগঠ‌নের নেতৃবৃন্দ ও দ‌লের সকল পর্যা‌য়ের কর্মবৃন্দ উপ‌স্থিত ছি‌লেন। সকা‌লে বঙ্গবন্ধুর প্রকৃ‌তি‌তে পুষ্প মাল্য অর্পন ক‌রে শ্রদ্ধাঞ্জলী নি‌বেন ক‌রেন দলীয় নেতৃবৃন্দ। এরপর এক‌টি বর্ণাঢ্য শোভা যাত্রা ক‌লোনী বাজা‌রের বিভন্ন সড়ক প্রদ‌ক্ষিন ক‌রে।