December 8, 2021

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

পীরগ‌ঞ্জে যথা‌যোগ‌্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন

পীরগ‌ঞ্জে যথা‌যোগ‌্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন

পীরগ‌ঞ্জে যথা‌যোগ‌্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন

পীরগঞ্জ (রংপুর)  প্রতি‌নি‌ধিঃ যথা‌যোগ‌্য মর্যাদা ও  নানা কর্মসূচির মধ্য দিয়ে রংপু‌রের পীরগ‌ঞ্জে বিজয় দিবস পালিত হয়েছে। উপ‌জেলা প্রশাসন, আওয়ামী লীগ, বিএনপিসহ বি‌ভিন্ন রাজ‌নৈ‌তিক, সামা‌জিক ও সাংস্কৃতিক সংগঠন বি‌ভিন্ন কর্মসূচীর মধ‌্যদি‌য়ে দিবসটি পালন করে।
বুধবার সকা‌লে সূর্যোদয়ের সাথে সাথে উপ‌জেলা  কেন্দ্রীয় শহীদ মিনার চত্ব‌রে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা হয়। কর্মসূচীর শুরু‌তে জাতীয় সংস‌দের স্পীকার ডক্টর শিরীন শার‌মিন চৌধুরী এম‌পির প‌ক্ষে পুষ্পমাল‌্য অর্পন ক‌রেন উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা বি‌রোদা রানী রায় ও উপ‌জেলা ত্রাণ ও পুর্ণবাসন কর্মকর্তা মিজানুর রহমান। আ’লী‌গের প‌ক্ষে উপ‌জেলা শাখার সভাপ‌তি আ‌জিজুর রহমান রাঙ্গা, সাধারন সম্পাদক ও পৌর মেয়র এ এস এম  তাজিমুল ইসলাম শামীম। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, দোকানপাট ও ভব‌নে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।  সকাল ৮টায় কেন্দ্রীয় শহীদ মিনা‌রে জাতীয় সঙ্গী‌তের মাধ‌্যমে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ক‌রেন উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা বি‌রোদা রানী রায়। প‌রে বঙ্গবন্ধু চত্ব‌রে জা‌তির জনক বঙ্গবন্ধ শেখ মু‌জিবুর রহমা‌নের প্রতিকৃ‌র্তিতে পুষ্প মাল‌্য অর্পন ক‌রে বি‌ভিন্ন সংগঠন।সকাল ১১টায় স্বেচ্ছায় রক্তদাতার আ‌য়োজ‌নে বিনামূ‌ল্যে র‌ক্তের গ্রুপ নির্নয় কর্মসূচি অনু‌ষ্ঠিত হয়।