কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ভূমিহীন ও গৃহহীন ১০০ পরিবার পাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ঘর। এক লাখ ৭১হাজার টাকা ব্যয়ে খাস জমিতে ঘর নির্মাণ করে দেয়া হচ্ছে তাদের। বৃহস্পতিবার দুপুরে উপজেলার নিতাই ইউনিয়নের কাছারী পাড়ায় ঘর নির্মাণ কাজের আনুষ্ঠানিকভাবে ভিত্তি স্থাপনের মধ্য দিয়ে এর উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম বারী পাইলট, কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা বেগম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম বাবু, শাপলা বেগম, কিশোরগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল, উপজেলা প্রকৌশলী মজিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল হাসনাত সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক মশিউর রহমান, নিতাই ইউপি চেয়ারম্যান ফারুকুজ্জামান ফারুক, বাহাগিলি ইউপি চেয়ারম্যান আতাউর রহমান শাহ্ দুলু, নীলফামারী-৪ আসনের এমপি আদেলুর রহমান আদেলের প্রতিনিধি রেজাউল আলম স্বপন প্রমুখ। সূত্র মতে, মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন মানুষদের পুর্ণবাসন করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০২০-২১ অর্থ বছরের আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় প্রথম পর্যায়ে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ১০০টি ঘর বরাদ্দ পাওয়া গেছে। যা বাস্তবায়নে কাজ শুরু করেছে উপজেলা প্রশাসন। এক লাখ ৭১ হাজার টাকা ব্যয়ে পরিবার প্রতি ঘর তৈরি করে দেয়া হবে। এর মধ্যে ঘর পাচ্ছেন উপজেলার নিতাই ইউনিয়নে ৬০ জন ও বাহাগিলি ইউনিয়নে ৪০ জন।
Real time news update
More Stories
কিশোরগঞ্জে ব্রিজ উদ্বোধন করলেন চেয়ারম্যান
কিশোরগঞ্জ উপজেলায় সড়ক সম্প্রসারণ ও উন্নয়ন কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ
মধ্যপাড়ার পাথর খনি এলাকাবাসীর জন্য বিনামূল্যে স্বাস্থ্য সেবা নিয়ে পাশে দাড়িয়েছে জিটিসি চ্যারিটি হোম।