December 5, 2021

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

ফুলবাড়ীতে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত॥

ফুলবাড়ীতে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত॥

ফুলবাড়ীতে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত॥

ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি
ফুলবাড়ীতে ইউনিয়ন পরিষদ নির্বাচন-২১ উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ে প্রতিদন্দীদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার সকাল সাড়ে ১০ টায় ফুলবাড়ী উপজেলা হলরুমে ইউনিয়ন পরিষদ নির্বাচন-২১ উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ে নির্বাচনে অংশগ্রহণকারী প্রতি প্রতিদ্বন্দ্বীদের এক মত বিনিময় সভা ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার রিয়াজ উদ্দীন এর সভাপত্বিত্বে অনুষ্ঠিত হয় এবং এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
শুরুতেই কোরআন তেলোয়াত ও গীতা পাঠ এর মধ্যে দিয়ে আইন শৃঙ্খলা বিষয়ে সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলার অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট মোঃ বারিউল করিম খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ী সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, দিনাজপুর জেলার সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোঃ শাহিনুর ইসলাম প্রামানিক, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ আশ্রারফুল।
অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন , ইউনিয়ন পরিষদ নির্বাচন-২১ এর রির্টানিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শমসের আলী মন্ডল, উপজেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার মোঃ ওয়াজেদ আলী।
আইন শৃঙ্খলা বিষয়ে মত বিনিময় সভায় ৭টি ইউনিয়নের প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ উপস্থিত ছিলেন। আগামী ২৮/১১/২০২১ ইং তারিখে ফুলবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচন-২১ সফল করতে আইন শৃঙ্খলা বিধি মেনে চলতে সকল অংশ গ্রহণকারী প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে আহব্বান জানিয়েছেন নির্বাচনের আইন শৃঙ্খলা কমিটি। এসময় প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আইন শৃঙ্খলা কমিটির সভার সঞ্চালনায় ছিলেন শিক্ষিকা মোঃ শরিফা আক্তার লাকী। আয়োজনে ছিলেন উপজেলা নির্বাচন অফিস।