December 2, 2021

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

ফুলবাড়ীতে জাতীয় ইঁদুর নিধন অভিযান উদ্বোধন॥

ফুলবাড়ীতে জাতীয় ইঁদুর নিধন অভিযান উদ্বোধন॥

ফুলবাড়ীতে জাতীয় ইঁদুর নিধন অভিযান উদ্বোধন॥

ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি
সারা দেশের ন্যায় ফুলবাড়ী উপজেলা চত্তরে জাতীয় ইঁদুর নিধন অভিযান/২০২১ এর উদ্বোধন। গতকাল শনিবার সকাল ১১টায় ফুলবাড়ী উপজেলা চত্তরে জাতীয় ইঁদুর নিধন অভিযান উদ্বোধণ অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দীন। এবারের প্রতিপদ্য বিষয় ছিল “জাতীয় সম্পদ রক্ষার্থে ইঁদুর মারি একসাথে”। উদ্বোধন অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বলেন, ইঁদুর আমাদের দেশে খাদ্য শস্য ধ্বংশ করছে। তাই আমরা ইঁদুর নিধন করতে না পারলে খাদ্য শস্য রক্ষা করা সম্ভবা নয়। এখন অত্যধনিক প্রযুক্তি বের হয়েছে আমরা সেগুলো ব্যবহার করে ইঁদুর নিধন করতে পারি। এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা কৃষিবিদ ও কৃষি অফিসার মোছাঃ রুম্মান আক্তার। এছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোছাঃ শাহানা আফরোজ, ফুলবাড়ী থানা প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক মোঃ আফজাল হোসেন, উপসহকারী কৃষি অফিসার ও অত্র দপ্তরের সকল কর্মকর্তা ও কর্মচারী গণ। আয়োজনে ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফুলবাড়ী। এ সময় প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।