October 20, 2021

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

ফুলবাড়ীতে সাংবাদিকদের সাথে পৌর নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত।

ফুলবাড়ীতে সাংবাদিকদের সাথে পৌর নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত।

ফুলবাড়ীতে সাংবাদিকদের সাথে পৌর নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ীতে কর্মরত সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থীর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত। মতবিনিময় সভায় পৌর নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থী শহরের বিশিষ্ট ব্যবস্যায়ী আলহাজ¦ মাহমুদ আলম লিটন।
গত মঙ্গলবার সন্ধা ৭টায় তাঁর নিজ ব্যবসা প্রতিষ্ঠান লাভলী ফুড ইন্ডাস্ট্রিজের সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় স্বতন্ত্র প্রার্থী মাহমুদ আলম লিটন, তাঁর নির্বাচনী বিভিন্ন দিক ও পৌরবাসীর জন্য তাঁর নিজ পরিকল্পনা তুলে ধরেন সাংবাদিকদের উদ্দেশ্যে। এসময় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফুলবাড়ী রক্ষা ও খনি বিরোধী আন্দোলনের অন্যতম নেতা, তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির ফুলবাড়ী শাখার সাবেক সদস্য সচিব, সাবেক পৌর কাউন্সিলর এসএম নুরুজ্জামান।
মতবিনিময় সভায় শহরের বিশিষ্ট ব্যবস্যায়ী, সামাজিক ও পেশাজিবী সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন সময়ের ছাত্র আন্দোলনের সাবেক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় ফুলবাড়ী উপজেলায় কর্মরত সকল সাংবাদিকগণ অংশগ্রহন করেন।মতবিনিময় সভা শেষে সবার কাছে দোয়া কামনা করেন।