October 28, 2021

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

ফুলবাড়ীর পলি শিবনগর গ্রামে পারিবারিক কলহে মারপিটের ঘটনায় আহত ১ ॥

ফুলবাড়ীর পলি শিবনগর গ্রামে পারিবারিক কলহে মারপিটের ঘটনায় আহত ১ ॥

ফুলবাড়ীর পলি শিবনগর গ্রামে পারিবারিক কলহে মারপিটের ঘটনায় আহত ১ ॥

ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির পলিশিবনগর গ্রামে পারিবারিক কলহে মারপিটের ঘটনায় কুড়ালের আঘাতে এজাজুল হক মারাত্মকভাবে আহত হন। ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির পলিশিবনগর গ্রামের আব্দুল ওয়াহেদের পুত্র মোঃ এজাজুল হকের অভিযোগে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধা ৭টায় পলিশিবনগর গ্রামের মৃত আব্দুল বাকির পুত্র মোঃ আশরাফুল (৪০), মোঃ হাসানুল (৫০), আশরাফুলের পুত্র মোঃ রিপন (২৫), আশরাফুলের স্ত্রী মোছাঃ নুরবানু এবং অন্যান্যরা দলবদ্ধ হয়ে ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে পলিশিবনগর গ্রামের মসজিদের সামনে এজাজুল হক ও তার ভাই জামিউল (৪৫) সন্ধ্যা ৭টায় উপস্থিত হলে উল্লেখ্য ব্যক্তিরা মারপিট করেন। এতে আব্দুল ওয়াহেদের পুত্র মোঃ এজাজুল কুড়ালের আঘাতে আহত হন। এ সময় বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে তাকে রক্তাত্ব অবস্থায় উদ্ধার করে রাত ৮টায় ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। বর্তমানে ১৮নং বেডে চিকিৎসাধীন রয়েছেন। বাকি জসিউল ও তার স্ত্রী মুক্তারিনা (৩০) মারপিটে তারা হলে প্রাথমিক চিকিৎসা নেন। উল্লেখ্য যে, প্রতিপক্ষরা দফায় দফায় তাদের উপর লাঠিসোটা নিয়ে গত বৃহস্পতিবার সন্ধ্যায় এদের উপর চড়াও হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।