January 21, 2022

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

ফুলবাড়ীর পল্লীতে ধানের পূজে প্রতিপক্ষের লাগানো আগুনে লক্ষ্যধিক টাকার ক্ষতি।

ফুলবাড়ীর পল্লীতে ধানের পূজে প্রতিপক্ষের লাগানো আগুনে লক্ষ্যধিক টাকার ক্ষতি।

ফুলবাড়ীর পল্লীতে ধানের পূজে প্রতিপক্ষের লাগানো আগুনে লক্ষ্যধিক টাকার ক্ষতি।


মোঃ আফজাল হোসেন ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি

ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির দক্ষিন বাসুদেবপুর গ্রামে প্রতিপক্ষরা শত্রুুতা মূলক ভাবে ধানের পূজে আগুন লাগিয়ে লক্ষ্যধিক টাকার ধান পুড়িয়ে দেয়।
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির দক্ষিন বাসুদেবপুর গ্রামের মোঃ দুলুমিয়ার পুত্র মোঃ আব্দুল কাদের গত ১৫দিন আগে তার ৬বিঘা জমি ধান কেটে বাড়ীর সংলগ্ন অন্যের মাঠে ধান পুজ দিয়ে রাখেন। গত ২৭শে ডিসেম্বর সন্ধা ৭ টায় বাড়ীর লোকজনের অজান্তে শত্রুতা বসত পাশ^বতী বাড়ীর লোকজনেররা আব্দুল কাদেরের ধানের পুজে আগুন লেগে দেন। এসময় স্থানীয় লোকজন আগুন আগুন বলে চিৎকার করলে স্থানীয় লোকজন ঘটনা স্থলে এসে ধানের পুজের আগুন নিভিয়ে ফেলেন। এতে আব্দুল কাদেরের লক্ষ্যধিক টাকা ক্ষতি হয়। এদিগে প্রতিপক্ষরা গতকাল সোমবার সন্ধা ৭টায় ০১৯৩৪৩৭২০৬২ এই নম্বর দিয়ে ফায়ার সার্ভিস কে জানিয়ে দেন আগুন নিভিয়ে ফেলা হয়েছে আসার প্রয়োজন নাই এ বিষয়ে আব্দুল কাদের জানান বাড়ীতে না থাকার কারনে ধানের পুজে আগুন লাগিয়ে দিয়েছে প্রতিপক্ষরা। তবে এতে ক্ষতি হয়েয়ে আমার । আমি থানায় আইনগত ব্যবস্থা নিব প্রতিপক্ষদের বিরুদ্ধে। এ রিপোট লেখা পর্যন্ত আর কিছু জানা জায়নি।