January 19, 2022

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

ফুলবাড়ী পল্লীতে বাড়িতে আগুন লেগে ৩ লক্ষ টাকার ক্ষতি

ফুলবাড়ী পল্লীতে বাড়িতে আগুন লেগে ৩ লক্ষ টাকার ক্ষতি

ফুলবাড়ী পল্লীতে বাড়িতে আগুন লেগে ৩ লক্ষ টাকার ক্ষতি

ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি।
ফুলবাড়ী উপজেলার শিবনর ইউপির রাজারামপুর কাশিয়া ডাঙ্গা গ্রামে দিনমজুর রফিকুল ইসলামের বাড়িতে আকর্সিক ভাবে আগুন লেগে ৩ লক্ষ টাকার ক্ষতি। গতকাল বুধবার সকাল ৯ টায় শিবনগর ইউপির রাজারামপুর কাশিয়া ডাঙ্গা গ্রামের রফিকুল ইসলামের বাড়িতে সকাল ৯টায় ঘরে হঠাৎ করে আগুন লেগে যায় ঘন্টার মধ্যে সমস্ত ঘরে আগুন ছড়িয়ে পড়লে ঘরের সমস্ত জিনিস পত্র পুড়ে যায় এতে রফিকুল ইসলামের প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়। আগুন লাগার সঙ্গে সঙ্গে ফুলবাড়ী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স কে খবর দিলে তারা তাৎক্ষনিক ঘটনা স্থলে পৌছার আগে সবকিছু পুড়ে যায়। এ বিষয়ে ফুলবাড়ী উপজেলা শিবনগর ইউপির চেয়ারম্যান কে অবগত করা হলে তিনি ঘটনা স্থলে যান এবং পরিদর্শন করেন। বর্তমান রফিকুল ইসলামের বাড়ির করুন অবস্থা। মাথা গোজার কোনো ঠাই নাই। রফিকুল ইসলাম দিনমজুরের কাজ করেন। একবেলা কাজ না করলে তার সংসার চলে না। বর্তমান তার ঘরে খাওয়ার মত একমুঠো চাল নাই। সরকারি ভাবে তাকে সহযোগিতা করলে দিনমজুর রফিকুল ইসলাম কিছুটা উপকার পাবে। এই ঘটনায় দিনমজুর রফিকুল ইসলাম স্থানীয় সংশ্লিষ্ট প্রশাসনের নেকদৃষ্টি কামনা করেছেন।