December 8, 2021

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

ফুলবাড়ী সীমান্তে ৯২ হাজার টাকার মাদক সহ আটক ২ ॥

ফুলবাড়ী সীমান্তে ৯২ হাজার টাকার মাদক সহ আটক ২ ॥

ফুলবাড়ী সীমান্তে ৯২ হাজার টাকার মাদক সহ আটক ২ ॥

ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি
ফুলবাড়ী উপজেলার ২৯ বিজিবির আওতায় রুদ্রানী সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে ৯২ হাজার টাকা মূল্যের মাদকদ্রব্য সহ ২জন চোরাকাবারীকে আটক করেন। গতকাল বৃহস্পতিবার রাত্রি সাড়ে চারটায় ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ শরীফউল্লাহ আবেদ (এসজিপি) গোপন সূত্রের সংবাদ পেয়ে রুদ্রানি বিওপির হাবিলদার লিয়াকত শেখকে টহল দল নিয়ে সীমান্ত এলাকার পিলার নং ৩০৩/২ নং এলাকায় দ্রুত যাওয়ার নির্দেশ দেন। নির্দেশ মোতাবেক রুদ্রানি বিওপির হাবিলদার মোঃ লিয়াকত শেখ সীমান্ত এলাকায় গিয়ে ওৎ পেতে থাকলে রুদ্রানি সীমান্ত এলাকার কবরস্থানের সামনে সুইচ গেইটের পশ্চিম দিক থেকে ২জন ১টি পোটলা নিয়ে ঢুকলে বিজিবি সদস্যরা তাদেরকে মাদকসহ আটক করে। আটককরে তাদেরকে রুদ্রানি বিওপিতে এনে তল্লাশী চালিয়ে ভারত থেকে চোরাপথে আনা ২৩৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। আটককৃত ব্যক্তিরা হলেন ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউপির খাজাপুর গ্রামের মৃত তফিল উদ্দিনের পুত্র মোঃ আব্দুল বারেক (৩৩), একই গ্রামের বেলাল প্রামাণিক এর পুত্র মোঃ আশিক প্রমাণিক (২০)।
এ ব্যাপারে ফুলবাড়ী থানায় রুদ্রানি বিওপির হাবিলদার মোঃ লিয়াকত শেখ বাদি হয়ে ফুলবাড়ী থানায় গতকাল বৃহস্পতিবার ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (বি) ধারায় মামলা দায়ের করেন। যার মামলা নং-১২। এ ব্যাপারে ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল শরীফউল্লাহ্ আবেদ (এসজিপির) সাথে গতকাল বৃহস্পতিবার কথা বললে তিনি জানান, আটককৃত ব্যক্তিদ্বয় মাদক দ্রব্য চোরাকারবারীর সঙ্গে জড়িত। তাদেরকে সীমান্ত এলাকায় মাদকসহ আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। মাদকের বিষয়ে কোন ছাড় নাই। সে যেই হোক না কেন।