May 15, 2021

Jagobahe24.com news portal

Real time news update

বসন্ত এসেছিলো-ফারহানা ফ্লোরা

বসন্ত এসেছিলো-ফারহানা ফ্লোরা

বসন্ত এসেছিলো-ফারহানা ফ্লোরা

পৃথিবীটা আজ অন্ধ হলো নাকি!
পাহার কাঁদছে,নদী কাঁদছে
ফুলের উপর মুখ থুবড়েছে কালো ভ্রমর!
রহস্য নিয়ে সুগন্ধি ব্যাবসায় মেতেছে দলছুট পতঙ্গ,
পৃথিবীর বুক চিঁড়তে বসেছে বিষ পিঁপড়ের দল,
হুল ফোটাচ্ছে গোলাপের কাঁটা, কি যেনো হয়েছে,
কারো হয়তো কিছু খোওয়া গেছে,
স্বপ্নেরা হয়তো কারো ধুকে ধুকে মরতে বসেছে
বাঁশী ওয়ালা হয়তোবা বাওয়ালির সাথে মধু কুঁড়োচ্ছে
পৃথিবীর খেয়াল নেই,
পাহাড় কাঁদছে,
নদী থেমে গেছে,
অতিষ্ঠ জলপ্রপাত অদ্ভুত চাহনিতে মাদকতা ছড়াচ্ছে
হয়তো বসন্ত এসে চলে গেছে!
বসন্ত এসেছিলো।

লেখকঃ ফারহানা ফ্লোরা,সহকারি শিক্ষক,বীরগঞ্জ মডেল সরকারি প্রা: বিদ্যালয়।