বিরামপুর, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুরবাসীর দোরগোড়ায় এখন পুলিশিং সেবা। প্রচলিত ধারা থেকে বেরিয়ে বর্তমান আইজিপি নির্দেশনায় বিট পুলিশিং এর মাধ্যমে কাঙ্খিত সেবা পৌছে দেওয়া সম্ভব হচ্ছে। জনগন পুলিশের কাছে নয়, এখন পুলিশই জনগনের বাড়ি বাড়ি গিয়ে আইনি সেবাসহ মানবিক সহযোগিতা পৌছে দিচ্ছে।
গতকাল বৃহস্পতিবার বিরামপুরের কাটলা ইউনিয়নে বিট পুলিশিং সমাবেশে বক্তরা এসব কথা বলেন।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি শিক্ষানবিশ সহকারি পুলিশ সুপার মো. বেলায়েত হোসেন বলেন, বর্তমানে পুলিশ সেবক হিসেবে সততা ও নিষ্ঠার সাথে কাজ করছে। সেই সেবা তৃণমূলে ছড়িয়ে দেয়ার লক্ষ্যেই বিট পুলিশিং।
ওসি মো. মনিরুজ্জামান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশের প্রতিটি ঘরে ঘরে নাগরিক সুবিধা পৌছানোর লক্ষ্য বাস্তবায়নে অনন্য মাধ্যম বিট পুলিশিং। পুলিশকে কিভাবে জনমুখী ও জনবান্ধব হিসেবে গড়ে তোলা যায়, ঘরে ঘরে পুলিশের সেবা পৌছানো যায়, পুলিশি কার্যক্রম গতিশীল করা সর্বোপরি বিদ্যমান জনবলের নিশ্চিতের মাধ্যম হলো বিট পুলিশিং। দিনাজপুর পুলিশ সুপারের নেতৃতে বিরামপুরে বিট পুলিশিং এর মাধ্যমে সীমান্তবর্তী বিরামপুর উপজেলায় সকল প্রকার অপরাধ নিয়ন্ত্রণে সফলভাবে কাজ করছে।
বিরামপুর প্রেসক্লাবের সভাপতি মোরশেদ মানিক বলেন, বিরামপুর একটি সীমান্তবর্তী উপজেলা। বিরামপুর সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ পুলিশ সুপার মিথুন সরকারের নেত্বেত্বে ওসি মনিরুজ্জামান বিট পুলিশিং এর সমন্বয়ে অন্যান্য অপরাধমূলক কর্মকান্ডের পাশাপাশি চোরাচালান, মাদক প্রতিরোধে অনন্য ভূমিকা রেখে চলেছে। এতে করে দিন দিন অপরাধমূলক কর্মকান্ড শূন্যের কোঠায় নেমে এসেছে।
সমাবেশে আরো বক্তব্য রাখেন কাটলা কলেজের অধ্যক্ষ আব্দুল হান্নান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মেজবাউল আলম, কাটলা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিশিষ্ঠ সমাজ সেবক ইউনুস আলী, কাটলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজির হোসেন, সিনিয়র সাংবাদিক ডা. নুরুল ইসলাম প্রমুখ।
Real time news update
More Stories
দিনাজপুর প্রেস ক্লাবের নেতৃত্বে বাচ্চু-ডলার
পলাশবাড়ীতে ভ্রাম্যমাণ দুধ বিক্রয় কার্যক্রমের উদ্বোধন
আক্কেলপুরে মারধর ও অগ্নিসংযোগের মামলায় গ্রেফতার ৩