খায়রুন নাহার বহ্নি,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি ঃ ২৭ ফেব্রুয়ারি ২০২১ শনিবার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ১ কোটি ৫ লাখ টাকা ব্যয়ে বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নে কবিরাজহাট আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্প্রসারিত দ্বিতল একাডেমিক ভবনের উদ্বোধন ও মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, আজকে ভ্যাকসিন সাফল্যে বাংলাদেশ; এটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে। গত ৭ ফেব্রুয়ারি দেশব্যাপী আনুষ্ঠানিকভাবে করোনাভাইরাসের গণটিকা কার্যক্রম শুরুর মধ্য দিয়ে করোনাভাইরাস মোকাবেলায় বাংলাদেশের ইতিহাসে রচিত হয়েছে মাইলফলক। করোনা মহামারিতে বিশ্ব যখন বিপর্যস্ত তখন প্রতিটি ক্ষেত্রে রেকর্ড গড়ছে বাংলাদেশ। তিনি বলেন, করোনার কারণে স্কুল-কলেজ বন্ধ রয়েছে। এসময় শিক্ষার্থীদের বাসায় মনোনিবেশ করাতে হবে। লেখাপড়ায় কোন ছাড় না দিয়ে বরং তাদের প্রতি বেশি খেয়াল রাখতে হবে অভিভাবকদের।
ভোগনগর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. মমতাজুল করিম এর সভাপতিত্বে মা সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো. নুর ইসলাম নুর, বীরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন প্রধান, জেলা পরিষদের সদস্য মো. আতাউর রহমান বাবু, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন, দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. গুলজার হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি, ভোগনগর ইউনিয়নের চেয়ারম্যান মো. বদিউজ্জামান পান্না।
মা সমাবেশের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কবিরাজহাট আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌরী বালা অধিকারী।
More Stories
কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় ভূষিমাল ব্যবসায়ী নিহত
মালয়েশিয়ায় ভেকু মেশিনে চাপা পড়ে কালীগঞ্জের জাহাঙ্গীর জোয়ারদারের মৃত্যু
প্রতিদিন প্রায় এক’শ মানুষকে তারা সেহরী করাচ্ছেন একদল যুবক