January 28, 2022

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

বীরগঞ্জে অধ্যক্ষ মাসুদুলকে ফুলেল শুভেচ্ছা ও বই প্রদান করেন রুপালী ব্যাংক লিঃ

বীরগঞ্জে অধ্যক্ষ মাসুদুলকে ফুলেল শুভেচ্ছা ও বই প্রদান করেন রুপালী ব্যাংক লিঃ

বীরগঞ্জে অধ্যক্ষ মাসুদুলকে ফুলেল শুভেচ্ছা ও বই প্রদান করেন রুপালী ব্যাংক লিঃ

খায়রুন নাহার বহ্নি, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি ঃ ১ অক্টোবর দুপুর ১২ ঘটিকায় দিনাজপুরের বীরগঞ্জ সরকারি কলেজে অধ্যক্ষ বিশিষ্ট কবি ও গবেষক ড. এ.কে. এম. মাসুদুল হককে রুপালী ব্যাংক লিঃ বীরগঞ্জ শাখার পক্ষথেকে ফুলেল শুভেচ্ছা ও বই উপহার প্রদান করেন বীরগঞ্জ শাখার ব্যবস্থাপক মোঃ শাহ্ সুফিয়ান। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র অফিসার মোঃ হুমায়ুন কবির,মোঃ জাহিদ হাসান, রুপালী ব্যাংক লিঃ,সিনিয়র প্রভাষক হবিবর রহমার প্রশান্ত কুমার সেন,জয়নাল আবেদীন,প্রভাষক মোঃ রোকনুজ্জামান,ওয়ালীউর রহমান,হাবিবুর রহমান,জিয়াউর রহমান,মনোয়ার আহম্মেদ সিদ্দিকী, সাব্বির রায়হান সুজন ও নজরুল ইসলাম খান শিক্ষক/কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ ।
এসময় অধ্যক্ষ ড. এ.কে.এম.মাসুদুল হক বলেন, যে প্রতিষ্ঠানেই হোক না কেন সেখানে যদি সততা,নিষ্ঠা,দক্ষতা ও মেধার সমন্বয় সাধনের বিকাশ ঘটে সেখানে সাফল্য অনিবার্য, পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানেও আলোকিত মানুষ তৈরীর উপযুক্ত জায়গা সেখান থেকে আলোকিত মানুষ তৈরী করে দেশ ও জাতীর উন্নয়নে কাজে লাগাতে হবে তবেই দেশ সমৃদ্ধির দিকে ধাবিত হবে। বীরগঞ্জ সরকারি কলেজের মতো প্রতিষ্ঠানে অধ্যক্ষ হিসেবে কাজ করা অত্যন্ত গৌরবের বিষয়। আমি যেন ঠিকভাবে যাতে দায়িত্ব পালন করতে পারি, সে জন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।