September 22, 2021

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

বীরগঞ্জে উপায় মোবাইল ব্যাংকিং ডিস্টিবিউটর হাউজের শুভ উদ্বোধন

বীরগঞ্জে উপায় মোবাইল ব্যাংকিং ডিস্টিবিউটর হাউজের শুভ উদ্বোধন

বীরগঞ্জে উপায় মোবাইল ব্যাংকিং ডিস্টিবিউটর হাউজের শুভ উদ্বোধন

খায়রুন নাহার, বহ্নি বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ঃ ২ আগষ্ট সোমবার সকাল ১১ ঘটিকায় বীরগঞ্জ উপজেলা রোড়ে শাহ সুপার মার্কেটে (২) বিশিষ্ট ব্যবসায়ী জাকির হুসেন ধলুর সভাপতিত্বে উপায় ডিস্টিবিউটর হাউজের শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । উদ্বোধনী অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রিজিওনাল ম্যানেজার মো.মুরাদ হাসান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর এরিয়া ম্যানেজার মো. রাকিব চৌধুরী,দিনাজপুর এরিয়া ম্যানেজার মো.মোস্তাফিজুর রহমান,বীরগঞ্জ সরকারি কলেজের প্রভাষক মো. নজরুল ইসলাম খান,বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজ সেবক সুলতান মাহমুদ মুকুল সহ স্থানীয় সাংবাদিক,গণ্যমান্য ও সুধিজন । প্রধান অতিথি মো.মুরাদ হাসান বলেন উপায় হল ইউসিবি ব্যাংকের একাটি মোবাইল ব্যাংকিং এর জনপ্রিয় মাধ্যম যার জন্ম হয়েছে প্রান্তিক জনগোষ্ঠির কাছে সহজে প্রয়োজনীয় মুহত্বে আর্থিক লেনদেনের সেবা পৌছে দেওয়ার উদ্দেশ্যে। সেই সাথে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার জন্য অঙ্গীকারদ্ধ এবং সমগ্র দেশব্যাপি একদল চৌকুস ও দক্ষ টিম ব্যবস্থাপনার মাধ্যমে সেবা কার্যক্রম পরিচালনা করে আসছে। অনুষ্ঠানটি পরিচালনা করেন রেজা এন্টাপ্রাইজের সত্বাধিকারি ও উপায় এর বীরগঞ্জ শাখার ডিস্টিবিউটর সার্জেন্ট (অবঃ) মো.রেজাউল করিম রেজা ।