October 25, 2021

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

গাইবান্ধায় করোনায় নতুন শনাক্ত ২৮

গাইবান্ধায় করোনায় নতুন শনাক্ত ২৮

বীরগঞ্জে করোনায় নুতন করে ৩জন আক্রান্ত

খায়রুন নাহার বহ্নি, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ বীরগঞ্জে গত এক সপ্তাহে নুতন করে ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ড. মোহাম্মদ মহসীন জানান, ২য় ধাপে নুতন করে গত এক সপ্তাহে বীরগঞ্জে তিন জন আক্রান্ত হয়ে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২জন ও ১জন দিনাজপুরে চিকিৎসাধীন আছেন এবং তাদের শারীরিক অবস্থার নিয়মিত খোজ খবর রাখছি।সেই সাথে সকলকে নিয়মিত দিনে দশবার সাবান দিয়ে হাত ধোওয়া,নিরাপদ মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনেচলার জন্য অনুরোধ করছি।
উপজেলা স্বাস্থ্য বিভাগ ঐ পরিবারের প্রতি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করেছে। উল্লেখ্য প্রথম ধাপে উপজেলার শিবরামপুর ইউনিয়নে-১জন, পলাশবাড়ী ইউনিয়নে-২জন, শতগ্রাম ইউনিয়নে-২জন, পাল্টাপুর ইউনিয়নে-১০জন সুজালপুর ইউনিয়নে-নুতনসহ ১১৪জন, নিজপাড়া ইউনিয়নে-৬জন, মোহাম্মদপুর ইউনিয়নে-১জন, ভোগনগর ইউনিয়নে-১জন, সাতোর ইউনিয়নে-শুন্য জন, মোহনপুর ইউনিয়নে-৭জন ও মরিচা ইউনিয়নে-৫জন সহ ৫০৯ জনের স্যাম্পল সংগ্রহ করা হলে ১৫০জন করোনায় হয়েছিল। করোনায় আক্রান্তদের মধ্যে ২জনের মৃত্যু হয়েছিল।
উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ সরকারের বেঁধে দেওয়া ১৮টি শর্ত মেনে চলার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ সহ নির্দেশ দিয়েছেন।