খায়রুন নাহার বহ্নি,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি ঃ দিনাজপুরের বীরগঞ্জে কাভাট ভ্যান ও কাঠবাহী পাওয়ার টলি মুখোমুখি সংঘর্ষে আহত-১ ও ২জন নিহত হয়েছে।
উপজেলার ভোগনগর ইউনিয়নের ভাবকী গ্রামে ঢাকা-পঞ্চগড় মহাসড়কে ইউসিবি কুরিয়ারের কাভার্ড ভ্যান ও কাঠবাহী পাওয়ার টলি মুখোমুখি সংঘর্ষে টলি দুমড়ে মুচড়ে কাভার্ড ভ্যানের নীচে খাদে পড়ে ২জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানান, রাতে ক্যাভার্ড ভ্যান এবং খড়িবাহী পাওয়ার ট্রিলার মুখোমুখি সংঘর্ষে রাস্তার ধারে ধান ক্ষেতের পানিতে পড়ে যায় গাড়ি দুটি। সংবাদ পেয়ে বীরগঞ্জ ফায়ার ষ্টেশনের কর্মিরা এসে উদ্ধার কাজে অংশ নেন।
বীরগঞ্জ ফায়ার ষ্টেশন ইনচার্জ মো. মোসলেম উদ্দিন জানান, ঘটনাস্থল হতে দু জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিক ভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
এলাবাসীর ধারনা টলি চালক সহ ৩ জন ব্যক্তি ছিলো তাদের মধ্যে দুই জন ঘটনা স্থলে চাপা পড়ে পানির নিচে অপর ব্যক্তি সিটকে পড়ে আহত।
Real time news update
More Stories
মহেশপুরে ট্রাক্টরের সঙ্গে মটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে প্রবেশের সময় ৩৪৫ জন আটক
ঝিনাইদহে টিসিবির পন্য কিনতে নিম্ন ও মধ্যবিত্তদের দীর্ঘ লাইন