January 24, 2022

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

বীরগঞ্জে ছেলের মৃত্যুর শোকে বাবার মৃত্যু

বীরগঞ্জে ছেলের মৃত্যুর শোকে বাবার মৃত্যু

বীরগঞ্জে ছেলের মৃত্যুর শোকে বাবার মৃত্যু


খায়রুন নাহার বহ্নি,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড কলেজপাড়া নিবাসী ছেলের মৃত্যুর শোকে বাবার মৃত্যু হয়েছে। বীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মোঃ আমিনুল ইসলামের বড় ভাই আমজাদ হোসেন বীরগঞ্জ উপজেলা চাউল কল মালিক সমিতির সাধারণ সম্পাদক। মরহুম আমজাদ হোসেনের একমাত্র ছেলে ইমরান তানয়ীম বৃহস্পতিবার ভোর ৪ টার দিকে নিজ বাসভবনে ব্রেইন স্ট্রেকে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন। ছেলের মৃত্যু শোকে আমজাদ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয় । সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুর ১ টায় বাবা আমজাদ মৃত্যু বরণ করেন। আমজাদ হোসেন ও ছেলে ইমরান তানয়ীম এর জানাযার নামাজ শুক্রবার বাদ জুম্মা বীরগঞ্জ পৌরসভার কেন্দ্রীয় ঈদগাঁও মাঠে অনুষ্ঠিত হবে। একই পরিবারের দুই সদস্যের মৃত্যুতে বীরগঞ্জ উপজেলায় শোকের ছায়া নেমে আসেছে। তাদের মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন দিনাজপুর -১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল ও বীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ জাকারিয়া জাকা সহ সকল রাজনৈতিক নেতৃবৃন্দ।