January 24, 2022

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

বীরগঞ্জে ট্রাকের চাপায় তিন তরুণের মৃত্যু

??বীরগঞ্জে ট্রাকের চাপায় তিন তরুণের মৃত্যু

বীরগঞ্জে ট্রাকের চাপায় তিন তরুণের মৃত্যু


খায়রুন নাহার বহ্নি,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী তিন তরুণের মৃত্যু হয়েছে। রবিবার দুপুর ১২ টায় উপজেলার ঢাকা-পঞ্চগড় মহাসড়কে জ্যোৎস্না ফিলিং স্টেশনের পাশে কারিতাস অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত তিন তরুণ হলেন পৌরশহরের স্লইচগেট এলাকার আফসার আলীর ছেলে শাহাদাত (১৬), জাহাঙ্গীর আলমের ছেলে শুভ (১৫) ও শুকুর আলীর ছেলে মুজাহিদ (১৭)। প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, হিরো মটরসাইকেল যোগে নিজ বাড়ি থেকে রহিম বখস দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য যাচ্ছিলেন। পথে চাকাই এলাকায় পৌঁছালে সামনে থেকে ঠাকুরগাঁও থেকে আসা দ্রুতগামী ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই শাহাদাত ও মুজাহিদের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় শুভকে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দশমাইল হাইওয়ে থানা অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মনিরুজ্জামান জানান, দুর্ঘটনার পরই ট্রাক নিয়ে পালিয়ে যায় চালক। চালককে আটকের চেষ্টা চলছে।