খায়রুন নাহার বহ্নি, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি ঃ বীরগঞ্জে গত বৃহস্পতিবার ঢাকা-পঞ্চগড় মহাসড়কে বিআরটিসি বাস ও পিকআপ এর চাপায় পৃথক ঘটসায় দুই জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
উপজেলা সদর সুজালপুর ইউনিয়নের চাকাই যদুর মোড় এলাকায় রংপুর গামী একটি বিআরটিসি বাস একই উপজেলার ভোগনগর ইউনিয়নের কালাপুকুর গ্রামের জিল্লুর রহমানের ছেলে মোটরসাইকেল আরোহী জুয়েল (২৮)কে চাপা দেয়।
মমুর্ষ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। দ্রুতগামী বিআরটিসিবাসটি পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ পালিয়ে যাওয়া বাসটি সনাক্ত করতে তৎপর রয়েছে।
অপর ঘটনা গত ২৭ নভেম্বর সকালে রাস্তা পারা-পারের সময় উপজেলার সাতোর ইউনিয়নের প্রাননগর ঘোষপাড়া গ্রামের প্রদীপ ঘোষের পত্মী প্রতিমা রানী ঘোষ (২৮)কে ঢাকা মেট্রো-ন-১৮৩২০৬ নং-একটি পিকআপ (মুরগীবাহী) মাহিলাকে বাঁচাতে গিয়ে পিকআপটি ব্রীজের র্যালিং ভেঙ্গে নর্ত্ত নদীতে পড়ে যায়। প্রতিমা রানী ঘোষের ঘটনাস্থলে মৃত্যু হয়। জনতা চালক ও পিকআপটি আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।
Real time news update
More Stories
গাইবান্ধায় আওয়ামীলীগ নেতার বাড়ি থেকে জুতা ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার
কিশোরগঞ্জে বালুবোঝাই ট্রাক্টরের ধাক্কায় ইজিবাইকের ৫ যাত্রী আহত
করোনার ইস্যুতে ৬৪ জেলার দায়িত্ব পেলেন ৬৪ সচিব