April 19, 2021

Jagobahe24.com news portal

Real time news update

বাইসাইকেল ও রোগীদের মাঝে চেক বিতরণ

বাইসাইকেল ও রোগীদের মাঝে চেক বিতরণ

বীরগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাইসাইকেল ও রোগীদের মাঝে চেক বিতরণ

খায়রুন নাহার বহ্নি,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ॥ দিনাজপুরের বীরগঞ্জে মঙ্গলবার দুপুরে বীরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদেরের সভাপতিত্বে দিনাজপুর জেলার নবাগত জেলা প্রশাসকের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাগত জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,বীরগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. তাইজুল ইসলাম ,উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ ডালিম সরকার, উপজেলা পরিবরা পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মহসিন, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মতিন প্রধান, উপজেলা প্রকৌশলী মোঃ মান্নাফ, উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা মোঃ ছানাউল্লাহ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর উপ সহকারী মোঃ হুমায়ুন কবির, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক কালিপদ রায়,উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি বাবু বিমল চন্দ্র দাস, সাতোর ইউপি চেয়ারম্যান মোঃ রেজাউল করিম শেখ, প্রভাষক মো. নজরুল ইসলাম খান, সাংবাদিক মোঃ আবেদ আলী, মোঃ মোশারফ হোসেন, শিক্ষক মোঃ আহসান হাবীব, ইমাম মোঃ খাদেমুল ইসলাম প্রমুখ। মত বিনিময় সভার পূর্বে ১১০ জন গ্রাম পুলিশের মাঝে বাই সাইকেল ও সরঞ্জাদি এবং উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে ক্যান্সার ও কিডনী রোগের ৭ জন রোগীদের মাঝে সাড়ে তিন লক্ষ টাকার চেক বিতরন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নবাগত জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী।