December 8, 2021

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

বীরগঞ্জে পূজা মন্ডপে ঢাল, কাশি ও প্রসাদের থালা বিতরণ

বীরগঞ্জে পূজা মন্ডপে ঢাল, কাশি ও প্রসাদের থালা বিতরণ

বীরগঞ্জে পূজা মন্ডপে ঢাল, কাশি ও প্রসাদের থালা বিতরণ

খায়রুন নাহার বহ্নি, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি ঃ আসন্ন শারদীয় দূর্গোৎসব উপলক্ষে ৯ অক্টোবর ২০২১ শনিবার বিকালে বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নে দলুয়া স্কুল ও মহাবিদ্যালয়ের হলরুমে ইউনিয়নের সকল পূজা মন্ডপে ঢাল, কাশি ও প্রসাদের থালা বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, আমাদের দীর্ঘকালের স্থানীয় সমৃদ্ধ বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের লালনকে জোরদার করতে হবে। আমাদের সাংস্কৃতিক এ আগ্রাসন থেকে বেরিয়ে আসতে হবে এবং দেশীয় সংস্কৃতির লালন করতে হবে। কারণ বাঙালির দীর্ঘকালের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে বিদেশি সংস্কৃতির আগ্রাসন থেকে বেরিয়ে আসতে হবে।
সাতোর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ডাঃ দধিনাথ রায় এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন প্রধান, জেলা পরিষদের সদস্য মো. আতাউর রহমান বাবু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক গোপাল দেব শর্মা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা আক্তার বৃষ্টিসহ সাতোর ইউনিয়নের আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইছাহাক আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।