April 15, 2021

Jagobahe24.com news portal

Real time news update

বীরগঞ্জে বিভিন্ন জাতীয় দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বীরগঞ্জে বিভিন্ন জাতীয় দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বীরগঞ্জে বিভিন্ন জাতীয় দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

খায়রুন নাহার বহ্নি,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে ১৭ মার্চ জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল কাদের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম।
এসময় বীরগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. তাইজুল ইসলাম, বাংলাদেশ আওয়ামীলীগ বীরগঞ্জ উপজেলার সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম সরকার, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল কাইয়ুম চৌধুরী,যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. ইয়াসিন আলী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব মাঈন উদ্দিন আহম্মেদ,সাধারণ সম্পাদক আবু সামা মিঞ ঠান্ডু, বিশিষ্ট্য ব্যবসায়ী ইয়াকুব আলী বাবুল ,উপজেলা প্রকৌশলী আব্দুল মান্নাফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ছানাউল্লাহ,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ জাকিরুল ইসলাম,উপজেলা সমাজসেবা কর্মকর্তা সারোয়ার মুর্শেদ,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আবু রেজা মো. আসাদুরজ্জামান,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী হুমায়ুন কবির সহ বীর মুক্তিযোদ্ধা,উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, সরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।