খায়রুন নাহার বহ্নি, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি ঃ বীরগঞ্জে শিশু ধর্ষনের ঘটনায় উত্তেজিত জনতা ধর্ষকের বাড়ী ঘর ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে।
উপজেলা সদর সুজালপুর ইউনিয়নের জগদল খাজিন্দাপাড়া গ্রামের রশিদুল ইসলামের শিশু কন্যা ৫ম শ্রেনীর ছাত্রী রিসা মনি (১২) বুধবার সন্ধ্যায় পার্শ্বেই নানী হালিমার বাড়ী যাওয়ার পথে একই গ্রামের শামসুল কালিয়া (৩৮) তার মুখ চিপে ধারে রাস্তার ধারে খড়ের (পুয়াল) পালায় নিয়ে গিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষন করে পালিয়ে যায়।
স্কুল ছাত্রী রিসা মুনির চিৎকারে গ্রামবাসী ছুটে আসলে ঘটনার বিষয় জানায়। গ্রামবাসী রাতভর ও পরদিন বৃহস্পতিবার দিনব্যাপী খুজেও ধর্ষক ও ৫ সদস্যে পরিবারের কাউকে খঁজে না পেয়ে গ্রামবাসী সন্ধ্যায় ধর্ষক কালিয়ার তালাবব্ধ বাড়ীতে হামলা চালিয়ে বাড়ীঘর ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে।
সুজালপুর ইউপি চেয়ারম্যান মহেষ চন্দ্র রায় সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, আমি একটি বিবাহ অনুষ্ঠানে যাওয়ার পথে একই গ্রামের আব্দুস সোবাহান, আব্দুল কাইয়ুম ও ফরমান আলী মোবাইল ফোনে জানান, শিশু ধর্ষনের ঘটনায় উত্তেজিত জনতা ধর্ষকের বাড়ীঘর ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে।
পুলিশ জানায়, রিসা মুনির বাবা রশিদুল ইসলাম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রেকর্ড করা হয়েছে। ধর্ষক কালিয়া পলাতক রয়েছে তাকে গ্রেফতারের জোর তৎপরতা অব্যাহত রয়েছে।
Real time news update
More Stories
দিনাজপুর প্রেস ক্লাবের নেতৃত্বে বাচ্চু-ডলার
পলাশবাড়ীতে ভ্রাম্যমাণ দুধ বিক্রয় কার্যক্রমের উদ্বোধন
আক্কেলপুরে মারধর ও অগ্নিসংযোগের মামলায় গ্রেফতার ৩