চাচা- মামা সহ গ্রেফতার-৪
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জ থানা পুলিশ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের খামার মধুপুর গ্রামের মোঃ মাদ্দেজ আলীর মেয়ে এক পুত্র সন্তানের জননী মোছাঃ রোছিনা খাতুন (২৪) এর গলায় ফাঁস দেওয়া লাশ থানা পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছেন গত বুধবার । বীরগঞ্জ থানা মামলা সূত্রে প্রকাশ মঙ্গলবার রাত্রে আসামীরা জোটগত হয়ে শালিশ বৈঠক বসালে বাদী মোঃ মাদ্দেজ আলী তার সমুদয় সম্পত্তি বুঝিয়া চাহিলে আসামীরা বাদীর মেয়ে মোছাঃ রোছিনা খাতুনকে বুধবার সকাল ১০ টার মধ্যেই বাপের বাড়ী থেকে স্বামীর বাড়িতে যাওয়ার জন্য চাপ সৃষ্টি করিলে তাদের অপমানকে সইতে না পেরে বুধবার সকাল ১০ টায় নিজ শয়ন ঘরে গলায় ্ওড়না পেঁচিয়ে আন্তহত্যা করে। এব্যাপারে মোছাঃ রোছিনা খাতুনের পিতা মোঃ মাদ্দেজ আলী বাদী হয়ে, ৬ জন কে আসামী করে বুধবার রাতে বীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। যাহার মামলা নং-৯, তারিখ ১৬/১২/২০২০ ইং ধারা ৯(ক) ২০০০ সালের নারী শিশু নির্যাতন দমন আইনের (সংশোধন/০৩) তৎসহ ৩০৬ দঃবিঃ ১৮৬০ মতে মামলা দায়ের করলে আসামী চাচা আলহাজ্ব সাদেক আলী (৭৫) মোঃ মোহাম্মদ আলী সরকার(৮৭), ও মামা মোঃ হবিবর রহমান হবি সহ চার জনকে গ্রেফতার করে আদালতে সোর্পদ্দ করেছেন। এলাকাবাসী জানায় আসামীরা বাদির সম্পত্তি ভোগদখল করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন।
Real time news update
More Stories
মহেশপুরে ট্রাক্টরের সঙ্গে মটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে প্রবেশের সময় ৩৪৫ জন আটক
ঝিনাইদহে টিসিবির পন্য কিনতে নিম্ন ও মধ্যবিত্তদের দীর্ঘ লাইন