July 24, 2021

Jagobahe24.com news portal

Real time news update

বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রসূতির মায়েদের জন্য নিরাপদ স্থান ০৫ টি সুষ্ঠ নরমাল ডেলিভারী সম্পন্ন

বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রসূতির মায়েদের জন্য নিরাপদ স্থান ০৫ টি সুষ্ঠ নরমাল ডেলিভারী সম্পন্ন

বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রসূতির মায়েদের জন্য নিরাপদ স্থান ০৫ টি সুষ্ঠ নরমাল ডেলিভারী সম্পন্ন

খায়রুন নাহার বহ্নি,বীরঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: রবিবার ২৯ নভেম্বর অত্র বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ০৫ টি সুষ্ঠ নরমাল ডেলিভারী সম্পন্ন হয়। উক্ত নবজাতক গুলোর মা-বাবা সহ সাথে উপস্থিত আত্মীয় স্বজনকে অত্র কমপ্লেক্সের প্রসূতি ওয়ার্ডের সাথেই স্থাপনকৃত ল্যাকটেশন ম্যানজেমেন্ট সেন্টারে- শিশু জন্মানোর ১ ঘন্টার মধ্যে শাল দুধ খাওয়ানো এবং ৬ মাস বয়স পর্যন্ত শিশু কে শুধু মাত্র মায়ের বুকের দুধ খাওয়ানো, মায়ের বুকের শাল দুধ খাওয়ানোর উপকারিতা, প্রয়োজনীয়ত এবং ৬ মাস বয়সের পরে বুকের দুধ এর পাশা-পাশি স্বাভাবিক পুষ্টি কর খাবার খাওয়ানো এবং বিভিন্ন পুষ্টিকর ও সুষম খাবার সমন্ধে পরামর্শ প্রদান করেন- সেই সাথে উক্ত প্রসূতি মাকে প্রসব পরবর্তী চিকিৎসা প্রদানের সাথে সাথে অত্র স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রয়োজনীয় ঔষধ প্রদান করেন- ডাঃ নাজিয়া আফরিন, মেডিকেল অফিসার স্বাস্থ্য কমপ্লেক্স বীরগঞ্জ।