September 26, 2021

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

বীরগঞ্জ থানায় আনন্দ উদযাপন

বীরগঞ্জ থানায় আনন্দ উদযাপন

বীরগঞ্জ থানায় আনন্দ উদযাপন

খায়রুন নাহার বহ্নি, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ ঐতিহাসিক ৭ ই মার্চ উপলক্ষে ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে বাংলাদেশ পুলিশ এর আয়োজনে ৭ ই মার্চ রবিবার বিকেলে দিনাজপুরের বীরগঞ্জ থানা চত্বরে আনন্দ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন প্রধানের সভাপতিত্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মোঃ আমিনুল ইসলাম ,বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) মোঃ আব্দুল ওয়ারেস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো.জাকারিয়া জাকা,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামীম ফিরোজ আলম,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি, বাংলাদেশ হিন্দু -বৌদ্ধ -খ্রিষ্টান ঐক্য পরিষদ বীরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক দীপংকর রাহা বাপ্পী ও বিশিষ্ট সমাজসেবক সোহেল আহমেদ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন বীরগঞ্জ থানার থানার পরিদর্শক (তদন্ত) মোঃ মোস্তাফিজার রহমান। অনুষ্ঠানটি শুরুকরা হয় জাতীয় সংগীত ,জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ পরিবেশন ও কেক কেটার মধ্যদিয়ে । অনুষ্ঠানের আলোচনা শেষে কন্ঠশিল্পি শরীফ উদ্দিনের মনোমুগ্ধকর উপস্থাপনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। উক্ত অনুষ্ঠানে থানার কর্মরত সকল পুলিশ অফিসার, পুলিশ সদস্য,গ্রাম পুলিশ সদস্যরা ছাড়াও স্থানীয় গণ্যমান্য আমন্ত্রিত নারী-পুরুষ অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।