January 17, 2022

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

বীরগঞ্জ সরকারি কলেজে স্বাস্থ্যবিধি মেনে পাঠদান শুরু

বীরগঞ্জ সরকারি কলেজে স্বাস্থ্যবিধি মেনে পাঠদান শুরু

বীরগঞ্জ সরকারি কলেজে স্বাস্থ্যবিধি মেনে পাঠদান শুরু

খায়রুন নাহার বহ্নি, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি ঃ মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ কিছুটা কমায় ৫৪৪দিন পর আজ ১২ সেপ্টেম্বর রবিবার সারাদেশের ন্যায় দিনাজপুরের বীরগঞ্জ সরকারি কলেজ খুলে দেওয়া হয়েছে।
সকালে দিনাজপুর জেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বীরগঞ্জ সরকারি কলেজ ঘুরে দেখা গেছে, উৎসাহ ও উদ্দীপনা নিয়ে শিক্ষার্থীরা শ্রেণি কক্ষে প্রবেশ করছেন। তাদের পরনে সেই চিরচেনা কলেজ ড্রেস, কাঁধে বইয়ের ব্যাগ। তবে করোনার স্বাস্থ্য বিধি মেনে মুখে মাস্ক পরিধান করে কলেজে এসেছে শিক্ষার্থীরা।
এদিকে, অত্র কলেজের অধ্যক্ষ ড.এ.কে.এম.মাসুদুল হকের নির্দেশনায় ও মনিটরিং কমিটির আহ্বায়ক সহকারি অধ্যাপক মোঃ আমিনুল ইসলাম মিন্টুর তত্ত্বাবধানে কলেজের প্রধান ফটকে শিক্ষার্থীদের তাপমাত্রা মেপে হাত ধুয়ে ও স্যানিটাইজেশন করে প্রবেশ করানো হচ্ছে এবং সেই সাথে তাদেরকে হ্যান্ডস্যানিটাইজার ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা মাইকের মাধ্যমে প্রদান করা হচ্ছে। কলেজের প্রধান ফটকে শিক্ষক/শিক্ষিকা ও কর্মকর্তা ও কর্মচারীদেরও অবস্থান করতে দেখা গেছে।