শাহজাহান লিটনঃ বৃহত্তর রংপুর সমিতি যুক্তরাজ্য ও রংপুরিয়ান – ওয়ার্ল্ড ওয়াইড এর উদ্যোগে গত সোমবার রংপুরের গংগাচড়া উপজেলার মর্ণেয়া ইউনিয়নের অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (হুডি জ্যাকেট) উপহার দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন রংপুর জেলা পরিষদ সদস্য আলহাজ্ব সামসুল আলম, রংপুরিয়ান -ওয়ার্ল্ড ওয়াইড এর রংপুর জেলা সমন্বয়ক শাহজাহান লিটন, রংপুর উন্নয়ন ফোরাম এর আহবায়ক সুলতান মাহমুদ টিটন, বিশিষ্ট ঠিকাদার ব্যাবসায়ী ও সমাজ সেবক মোঃ শাফাউল আলম সুজন সহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন তোরাব আলী। স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন জনি, সজিব প্রমূখ।
এই মহতী উদ্বেগের জন্য বৃহত্তর রংপুর সমিতি যুক্তরাজ্যের সভাপতি ও রংপুরিয়ান – ওয়ার্ল্ড ওয়াইড চেয়ারম্যান এম এস এ শাহীন এবং বৃহত্তর রংপুর সমিতি যুক্তরাজ্যের কার্যকরী সদস্য এ বি সিদ্দিক, আলী আশেক, গালিব চৌধুরী, হাসিবুল হাসান, তাহমিদুল হক জয়, হাফিজুর রহমান, আশরাফুল আলম মিঠু সহ সমিতির সকল সদস্যবৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।
উপস্থিত অতিথিবৃন্দ আশাবাদী এভাবে উক্ত সংগঠন গুলো রংপুরের মানুষের পাশে সবসময় থাকবে। উল্লেখ্য, ৩৫০ জন অসহায় শীতার্তদের মাঝে হুটি জ্যাকেট বিতরণ করা হয়।
More Stories
গাইবান্ধায় আওয়ামীলীগ নেতার বাড়ি থেকে জুতা ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার
কিশোরগঞ্জে বালুবোঝাই ট্রাক্টরের ধাক্কায় ইজিবাইকের ৫ যাত্রী আহত
করোনার ইস্যুতে ৬৪ জেলার দায়িত্ব পেলেন ৬৪ সচিব